নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

জামাতে ইসলামী নিষিদ্ধঃ কিছু কথা

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১

ব্লগ কিংবা ফেসবুকে লেখালেখি করা নাস্তিক আর মুরতাদদের কাজ। খালি ব্লগে লেখা না, যে কোন লেখালেখি করাই নাস্তিকতা। একমাত্র উর্দু ছাড়া বাংলা-ইংলিশ-হিব্রু-আরবি ভাষায় লেখালেখি করা মানেই তুমি মুরতাদ-কাফের-নাস্তিক-হাগু-মুতু এবং হাবিজাবি।-- মহান বানীটি দিয়াছেন জামাতির গু-মুত গেলমান হেফাজতিরা।



আসেন পাঠক, কথা আগে একখান ছবি দেখে নেইঃ









হেফাজত ইসলামের নেতাকর্মীদের সাথে হাটহাজারী মাদ্রাসায় মাহামুদুর রহমান।



এ থেকেই বোঝা যায় জামায়াত-শিবিরের হেফাজতে নিয়োজিত হেফাজত ইসলামের আসল কলকাঠি কারা নারছে ??



ধিক মাহমুদুরের মত এই সব ব্যাক্তিদের যারা এখনো ধর্মের নামে ধর্মব্যাবসায়ী জামায়াত শিবিরের মদদ করে যাচ্ছে ।।



-২-



আমার প্রাণের সহযোদ্ধারা। যারা প্রথম দিন থেকে জীবন বাজি রেখে জামাত-শিবির-রাজাকার-যুদ্ধাপরাধী মুক্ত করে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে পাশে আছেন, তাদের বলছি। দেশ-মাতা তার ক্রান্তিলগ্নে তার শ্রেষ্ঠ সন্তানদেরকে বেছে নেয়। আপনি আমি আমরা সবাই সেই শ্রেষ্ঠ সন্তানদের একজন। এই কথা মনে-প্রাণে বিশ্বাস করুন। আশে পাশে সুবিধাবাদী ও প্রতিক্রিয়াশীলরা অনেক রকম কথা বলবে, আমাদেরকে মনোবল ভেঙ্গে দিতে, তাদেরকে অগ্রাহ্য করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা অহিংস আন্দোলন করছি, তার মানে এই না যে আমরা রক্ত মাংসের মানুষ না। আমরা এখানে মৌনব্রত বা ধ্যান করতে আসিনি। আমরা এসেছি ৪২ বছরের জমে থাকা জঞ্জাল দূর করতে। তাই সময়ের প্রয়োজনে যে কোন অবস্থান নিতে আমরা কুন্ঠাবোধ করবোনা। একতার শক্তি আর চেতনার দৃপ্ত শপথ আমাদের নিয়ে যাবে অনিবার্য বিজয়ের দিকে। বিশ্বাস রাখুন, সংকল্পে অটুট থাকুন। জয় আমাদের হবেই। জয় বাংলা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

দিশার বলেছেন: মা চু ডুর রাহমান হেপাজোট কোমিটির আমির

২| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

যোগী বলেছেন: হেফাজতে ইসলাম জামাতের আর এক নাম।
শইতান গুলা আলেম নামে আসলে মুনাফেক।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

রাফা বলেছেন: পয়েন্ট অফ নো রিটার্ন।আমাদের সংগ্রাম চলবেই।

জামাত/শিবিরের হেফাজতে যে ইসলাম তার ধংস অনিবার্য।

জয় বাংলা।

৪| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪

দৃঢ় মানুষ বলেছেন: বি এন পি ও জামাতের মধ্যে আমি এখন কোন পার্থক্য দেখি না।

ধিক মাহমুদুরের মত এই সব ব্যাক্তিদের যারা এখনো ধর্মের নামে ধর্মব্যাবসায়ী জামায়াত শিবিরের মদদ করে যাচ্ছে ।।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: বোকা ছেলে :)

৬| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

আহমেদ রিজভী বলেছেন: চল্লিশ বছর ধরে বাল ছিড়ে আটা বানছ আর এখন কি বালটা ছিড়বা তা জানা হয়ে গেছে ।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

ভুদাই আমি বলেছেন: ভাল লিখেছেন।। এইখনে দেখতে পারেন।।

৮| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

অাতিক বলেছেন: হেফাজতে ইসলাম জামাতের আর এক নাম।
শইতান গুলা আলেম নামে আসলে মুনাফেক।
ar imran ali islamer asol bondhu. ইমরান আলীই একমাত্র পাকা মুসলিম। সুতরাং তার বিরুদ্ধে যারা কথা বলবে সবাই জামাতে ইসলাম আর শইতান আর মুনাফেক। কি হাস্যকর কার্যকলাপ। ব্যাপুুুুুক মজা পাইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.