| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ্রাংশু
জয় বাংলা
শিরকের মতন গর্হিত কাজ করলেন খালেদা জিয়া।
তিনি বললেনঃ ‘আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের পাতা নড়ে না, তেমনি প্রশাসনের কোনো কাজ প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া হয় না।’
Means, Allah's command is comparable to PM command!!!!
Isn't it Shirok????
শিরক সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন: http://en.wikipedia.org/wiki/Shirk_(Islam)
বিরোধীদলীয় নেত্রী আরও বলেন, ‘আন্দোলন করতে গেলে হয়তো আরও কিছু প্রাণহানি হবে। জানমালের ক্ষতি হবে। কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই ক্ষতি মেনে নিতে হবে।’
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
শুভ্রাংশু বলেছেন: আমি হাসু বিবির কথা কইতাছি না। ইসলাম ধর্ম কি এই কথাকে শিরক বলে কি না, হেইডা কন। হুদাই বাল(লীগ)-বিএনপি ঢুকাইয়েন না।
২|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিতো রোজই শিরক করেন...
বলেন- মা ভাত দে!!
রিজকের মালিকতো আল্লাহ! তো আপনি কি করছেন!!! ছিঃ
তওবা করেন!!!
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮
শুভ্রাংশু বলেছেন: তওবা করলাম
এখন আম্নে আমার কথার উত্তর দেন। শিরক এর ডেফিনেশন অনুযায়ী কথাটা শিরক কি না?
৩|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
গান পাগলা বলেছেন: শিরক এর ডেফিনেশন অনুযায়ী কথাটা শিরক না, হুদাই না বুইজা চিল্লা্যেন্না।২টা আলাদা কথা।
৪|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: তওবা করলাম
এখন আম্নে আমার কথার উত্তর দেন। শিরক এর ডেফিনেশন অনুযায়ী কথাটা শিরক কি না?
ধন্যবাদ। তওবা করার জন্য।
শিরকের ডেফিনেশন অনুযায়ী এটা শিরক নয়।
আল্লাহর কতৃত্ত্ব এখানে শরিক করা হয় নি।
আপনি যেমন খাবার খান, গরু তেমনি ঘাস খায়!
এই কথায় আপনাকে কি গরু বলা হয়েছে?
উত্তর দিন।
৫|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
শিক্ষিত ভাইদের অবস্থা দেখে কান্দোন আহে - কাট মোল্লাদের যে অবস্থা তার থেকে উচু পর্যায় যান নাই
আফসুস
৬|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
শিক্ষিত ভাইদের অবস্থা দেখে কান্দোন আহে - কাট মোল্লাদের যে অবস্থা তার থেকে উচু পর্যায় যান নাই
আফসুস
---
ঠিকই কইছেন ভাই!!!
আফসুস, যুক্ত তর্ক তথ্য তত্ত্ব আর সত্যে না পাইরা... কি সব লেজে গোবরে ক্যাচাল দিয়া গেম ওভার করতে চায়???
কনতো দেখি!
আবার শুভ্রাংশু আর সে ইসলামী শরীয়ত নিয়া পোষ্টাইতে!!!
কি আর কমু,
আইল দেশে কলি কাল
শিয়াল চাটে বাঘের গাল!!!!!
৭|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
কোবা সামসু বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: তওবা করলাম এখন আম্নে আমার কথার উত্তর দেন। শিরক এর ডেফিনেশন অনুযায়ী কথাটা শিরক কি না?
ধন্যবাদ। তওবা করার জন্য।
শিরকের ডেফিনেশন অনুযায়ী এটা শিরক নয়।
আল্লাহর কতৃত্ত্ব এখানে শরিক করা হয় নি।
আপনি যেমন খাবার খান, গরু তেমনি ঘাস খায়!
এই কথায় আপনাকে কি গরু বলা হয়েছে?
উত্তর দিন।
৮|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
নাহিদ সৈকত বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
শিক্ষিত ভাইদের অবস্থা দেখে কান্দোন আহে - কাট মোল্লাদের যে অবস্থা তার থেকে উচু পর্যায় যান নাই
আফসুস
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
গেস্টাপো বলেছেন: আমি এখানে খারাপ কিছু দেখতেছি না
উনি তো ঠিকই কইছেন
মাননিয় প্রধানমন্ত্রী যদি লীগারদের ঘুও খাইতে কয় সেইটাও তো খাইবো লীগার রা