নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

আমি নিরপেক্ষ নই

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

আমার এক বন্ধু ফেসবুকের ইনবক্সে জানিয়েছে আমি নাকি নিরপেক্ষ নই, আমি শাহবাগ আন্দোলনকারীদের পক্ষে বলছি- যা কিনা আওয়ামীলীগের মঞ্চ।

আমি বাজি ধরে বলতে পারি আওয়ামীলীগ জামাতকে নিষিদ্ধ করবেনা, করবে এই অনলাইনে বসে থাকা তরুণেরাই।

আমি কিভাবে বিএনপির হয়ে কথা বলবো? তারা তো জামাতের লেজ হয়ে গিয়েছে! আর এই লীগ তলে তলে ভোটের হিসাবেই মশগুল।



ওহে মুমিন, ব্লগারগো এত্ত সস্তা ভাইব্বোনা। তেনারা লীগ করেনা, বিম্পি করেনা-তেনারা আপ্নের মতন নিরপেক্ষ না যারা জামাইত্তাগো বিরুদ্ধে একটা পোস্ট দিয়া ভাবে নিরপেক্ষতার লইগ্যা বিম্পির পক্ষে একখান পোষ্ট দেওয়ান লাগব।



হ মুমিন, আমরা নিরপেক্ষ না, মাগার স্বাধীনতার পক্ষের লোক। মুক্তিবাহিনীর পক্ষ একটাই। মনে রাইখো, জয় বাংলা লীগের সম্পত্তি না।



(বি:দ্র: আমার নিক লইয়া যাগো ধর্ম শুড়শুড়ি করে, তেনাগো জিগাই, বাংলা নামে নিক না থাকা মানেই কি মুমিন-মুসলমান? ধর্ম কি খালি নামকরন দিয়াই হয় নাকি আল্লার দরবারে ঈমানের পরীক্ষায় হয়?)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

যোগী বলেছেন: সহমত জানিয়ে গেলাম

২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

শুভ্রাংশু বলেছেন: ধইন্যাপাতা লইয়া যান

৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

রওনক বলেছেন: বিএনপির জামাতের লেজ হয়েতো কি হয়েছে? এই জামাত বাংলাদেশে প্রতিষ্ঠিত দল।
আর বাংলাদেশের একমাত্র পাকিস্তানি দল আমিলিগ। এদের নামটা পর্যন্ত উর্দু!!

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

শুভ্রাংশু বলেছেন: হ ভাই। জামাত নামটা কিন্তু খাটি বাংলার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.