নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

গু মুত ও শেখের বেটি

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১

আমারদেশ না বন্ধ কইরা নিষিদ্ধ করছে আমারব্লগ। ব্লগারদের খুজে পাইওয়া যাইতেছে না। হারামি কোথাকার, অনেক সহ্য করতেছিলাম, আর পারা যায়না। তরুণদের যদি হেরা মনে করে লীগের সাপোর্ট না দিয়া গতি নাই, তাইলে ভুল করছে। এরা কিন্তু এক হইয়া আগামী নির্বাচনে দাঁড়াইলে অন্তত ঢাকাসহ শহরের আসনগুলি সবকটাই জিতে যাবে। শেখের বেটিরে একটা ফানুশ পাঠাইতাম চাই-ডাক্তার ইমরানসাবে সম্মতি না দিলে তো আবার পাঠানর নাকি নিয়ম নাই-আমগো নাকি চেইন অফ বালের কমান্ড মানতে কইছে। তয় মুমিন মনে রাইক্ষ, লীগ বিপদে পড়লে একদিকে কাওমি মাদ্রাসারে বাপ-ভাই বানায় আরেকদিকে বামগুলিরে ডান হাত বানায় আর মনে করে হিন্দু আর নাস্তিক প্রগতিশীল ভাইলগের ভোটের মালিক খালি তারাই! এবারে দেখুম কে আছে তুমগো সাথে, ঘোল খাইওয়াইবা আর কত? শেখের বেটি হইসছ দেইখা সাত খুন মাফ নাকি??? আলেমের ঘরে জালেম হইতেই পারে, যেমনে জিয়ার ঘরে হইছে তারেক রহমান ও গু মুত।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩

দিশার বলেছেন: ভালো বলছেন বা

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

শুভ্রাংশু বলেছেন: তিনজন ব্লগারের জন্যে তিন লাখ মানুষ কি আজ রাস্তায় নামবে? নাকি আমরা যারা ব্লগে-ফেসবুকে স্ট্যাটাস দেই-সেই আমাদেরকেও জামাতের মিত্র দল কিংবা সরকার ধরে নিয়ে গেলেও আপনারা ভয়ে নামবেন না?

এবারে রাস্তায় যদি নামতেই হয়, দয়া করে কেউ মোমবাতি আনবেন না। বুকের মাঝে আগুন নিয়ে আসবেন। ফানুশ আনবেন না, নিয়ে আসবেন প্রতিবাদের লাঠি আর যুদ্ধের মানসিক প্রস্তুতি। এসব রাজনিতি-ফাজনিতির খেলায় আমরা নাই,নেতা নাই-কুত্তালিগ থাকবেনা-থাকবো শুধু আমরা। না, ক্ষমতা দখলের জন্যে না- স্বাধীন দেশে পরাধীনতার হাত থেকে মুক্তির লক্ষে আমরা। স্লোগান নয়-এবারে কাজেই প্রমান হবে। দেরি হবার আগেই সবাই সিদ্ধান্ত নিন।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

টাইম কম বলেছেন: পে পাল দিলো না .... মিথ্যা আশ্বাস দিয়া গেলো ওরা ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.