![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয় বাংলা
সহযোদ্ধা বন্ধুগণ, হতাশ হওনের কিছুনাই। হেফাজতের লংমার্চ দেখলাম সকাল থেকে। এখানে কোন বৈপ্লবিক সম্ভাবনা নাই। সমাবেশটা থাকতে দেন। তারা যদি থাকতে চায়, থাকতে দেন। যতোদিন খুশি থাকুক। শাহবাগের চেয়ে অনেক দ্রুত গতিতে এর পতন হবে।
আর কৌশল টৌশল ছাড়েন। এই দেশে রাজনীতির নেতৃত্বে যারা আছে সবাই প্রমানিত দালাল, দুর্নিতিবাজ, জাতীয় বেঈমান। এদের সাথে ভুলেও কোন কৌশলগত সহাবস্থানের কথা চিন্তা করবেন না। দিলে সাহস রাখেন। সত্য এবং ন্যায়ই দিনশেষে প্রতিষ্ঠা হবে।
আসল বিপ্লবের জন্যে তৈরি হন। আমাদের সময় আসতাছে
জয় বাংলা।
--পারভেজ
©somewhere in net ltd.