নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন হারা মানুষ

১১ ই জুন, ২০১১ বিকাল ৪:১২

আমি এক স্বপ্ন হারা মানুষ স্বপ্নের পিছে মরিচিকার মতো ঘুরে বেড়িয়ে যাহা পেলাম তাঁর ব্যবধান বাস্তবতা আমি বিশ্বাস করি মনের মাঝে অনেক স্বপ্ন যাগে কিন্তু বাস্তব বড়ই কঠিন যাহা আগে কখনো বুঝতে চাইতাম না। এখন আর কোন স্বপ্ন দেখিনা আমি কারন স্বপ্ন দেখার মাঝে অনেক ব্যবধান থাকে বাস্তবের।



স্বপ্ন হারা মানুষ শিরোনামে আমি নিজেকে একজন বাস্তববাদি মানুস মনে করি কারন স্বপ্ন দেখার মানে হল অহেতুক সময় নষ্টকরা আর মরিচিকার পিছনে ঘুরে বেড়ানো যাহা জীবনের জন্য অনেকটা বিপর্যয়্ আগে জানতামনা বা বোঝার চেষ্টাও করতামনা এখন আমার কাছে সবকিছু পরিস্কার হয়ে গেছে।



জীবনে অনেক কষ্টের মধ্যে সময় পার করেছি শুধু স্বপ্ন দেখার জন্য বুঝতে পারিনাই কখনো এই স্বপ্ন একদিন দূরস্বপ্ন হযে আমার কাছে ধরা দেবে। সমাজ সংসার উপেক্ষা করে দিন রাত ঘুরে বেড়িয়েছি জানা পথে সেই পথ আজ আমার কাছে অজানা ভাবতেই অবাগ লাগে কেন এমন হল।



জীবনতো একটাই যে ভুর হয়ে গেছে তাহা আর কখনো সংসধন করা যাবেনা যাহাকে আমি আপন ভেবেছিলাম সেই আজ আমার সাথে প্রতারনা করেছে ভাবতেই অবাগ লাগে। যাহাকে আমি ছোট্র বেলা থেকে বিন্দু বিন্দু ভালবাসা দিয়ে মানুষ করেছি সেই কিনা আমাকে বলে তোমাকে প্রয়োজন নেই আমার কাছে তাঁর সব প্রয়োজন শেষ হয়ে গেছে।

অবাক বিস্বয়ে শুধু শুনে গেলাম বিদয় বেলাতেও দেখার সৌভাগ্য হলনা আমার আমি এতোটাই হতভাগা যে আজ আমার কোন প্রয়োজন নেই তাদের। দুখ করিনা কারন স্বপ্ন হারা মানুষের দুখ বলতে কিছু নেই। শুধু এই কামনাই করি আর কখনো যেন তোদের সাথে আমার দেখা না হয়। এই টুকু সান্তনা নিয়ে আমি থাকতে চাই জীবন তো এক দিন শেষ হবে তখনতো একাই থাকতে হবে তার চেয়ে এই ভাল তুই সুখের সন্ধান পেয়েগেছিস আর কি ।



আমি হয়তো অনেক দূরে থাকবো তবুও তোমরা সুখি হয়। না পাওয়ার বেদনা আমি একাই বহন করে বেড়াবে কখনো তোদের কাছে যাবনা । আমাকে কখনো ভুল করেও তোমাদের সাথে জগানোর চেষ্টা করবেনা তাহলে হয়তো আর কখনো আমাকে পাবেনা চির দিনের জন্য একা হয়ে য়াব।



আজ যাহা বলছি তাহা তিন্তু স্বপ্ননা সবটুকুই বাস্তব যদি মনে কর আবেগের বসবতি হয়ে বলছি কিছুদিন গেলেই সব ঠিক হয়ে যাবে তাহা ভাবা তোমাদে মিথ্যা পেয়াস মাত্র কারন যে ক্ষতি আমার হয়েছে তাঁহা আর কখনো এই জীবনে পুরন হবেনা তাই পরজনমেও তোমাদেরকে আমি ক্ষমা করতে পারবনা। মনের মাঝে যদি একবার সন্ধেহ দেখা দেয় তাহলে আর কখনোই তাহা দুর করা যায়না তোমরা যা করলেতা কিন্তু স্বপ্ন না পুরটাই বাস্তব তাই আমিও তোমাদের দেখাথো চাই বাস্তব কতোটা কঠিন ।



দিন গুলো যখন অতীত হবে তখন আমাকে বুঝতে পারবে যে আমি কি করেছি তোমাদের জন্য আর তোমরা কি করেছ আমার জন্য করুনা নিয়ে বাচাঁর জন্য কার মুখপেক্ষি না এমন ভাবলে ভুল করবে। আমি আর কাউকেই বিশ্বাস করতে পারছিনা। হয়তো আর কখনো পারবওনা কঠিন বাস্তবের সামনে আমি এখনো নিজেকে টিকিয়ে রেখেছি আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব কারন আমি একা আমার কেউ নাই।



তোমরা কোন অধিকারের দাবি নিয়ে আমার সামনে আসবে তাহা আমি জানি যদি তাই হতো তাহলে আমাকে একবারের জন্য হলেও বলতে তোমাদের মতামের কথা সে যাই হোক সেটা তোমাদের একান্ত ব্যাপার। আমাকে কখনো মনে করবেনা আমার সাথে যোগাযোগের চেষ্টা করবেনা।



স্বপ্ন হারা জীবন পথে আমি একাই থাকতে চাই আমি তোমাদেরে কেউনা আজ তুমি নিজেই বললে কখনো তোমার প্রতি অধিকার এ দাবি তুলবনা তোমার মতো তুমি যাহা করলে তা কখনো মানুষ করতে পারেনা তোমাকে কি বলে মন্তব্য করব তাহা আমার জানা নাই। শুধু এটুকুই বলতে চাই আমাকে একা থাকতে দাও আমাকে তোমরা কোন অনুরোধ করবেনা ।



জীবন সংসারে তোমরা সুখি হও কখনো তোমাদের মাঝে আমি আসবনা ভাল থাক এই প্রত্যাশাই স্বপ্ন হারা ।



ধ্রুব..........................



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.