নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক শিশু ব্লগ

অবাক শিশু

অবাক শিশু মহাবিশ্বের প্রতিটা মলিকুলকে ভালবাসে এবং অবাক হয়ে অনুভব করে। অবাক শিশু কারো মত হতে চায়না, অবাক শিশুই থাকতে চায়।

অবাক শিশু › বিস্তারিত পোস্টঃ

আমিও একটা বেলুন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

আমিও একটা বেলুন। দুই টাকা দামের বেলুন। আমি জানি আমি একটা পঁচা, কালো বেলুন। তোমাদের মত চমৎকার রং, শেপ কিছুই নাই আমার। কিন্তু আমিও আকাশে উড়তে চাই। ভূপৃষ্ঠের অনেক উপরে উড়তে চাই।

আমি জানি আমার মধ্যে হিলিয়াম নেই। কিন্তু আমাকে আমার হিলিয়াম খুঁজে বের তো করতে দিবে! তোমাদের কি খেয়েদেয়ে কোন কাজ নেই? আমার মধ্যে উল্টাপাল্টা বাতাস দিয়ে তোমাদের খেলার উপকরণ বানানোটাই কি তোমাদের কাজ? অদ্ভূত! আমি তোমাদের খেলার উপকরণ হতে চাই না। আমি কি তোমাদের আকাশে উড়তে মানা করেছি? তোমরা উড়তে চাইলে উড়ো, না উড়তে চাইলে চুপচাপ বসে থাকো। আমি তো তোমাদের সাথে ঝগড়া করতে চাই না! কেন আমাকে ফালতু বাতাস দিয়ে ফুলিয়ে আবার ফুটো করে দিতে চাচ্ছ?

তোমরা যদি আমার উপকার করতে চাও তবে আমাকে হিলিয়ামের সন্ধান পেতে সাহায্য কর। আমি জানি তোমরা তা কখনোই করবে না। তাহলে আমাকে আমার কাজ করতে দাও। আমার হিলিয়াম আমার নিজেকেই যোগার করতে হবে। ওই যে দেখ, তোমাদের বাধা পেরিয়ে কত বেলুন এখন আকাশে উড়ছে! আমিও পারব। সাহায্য করতে না চাও কোর না, কিন্তু কেন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে তোমাদের জন্য?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২২

পাঠক১৯৭১ বলেছেন: ডাল, সামান্য সালফার ও লেবুর রস খান, সাথে লবন ও এমিবা: পেটে হাইড্রোজেন সালফাইড হবে, উড়তে পারবেন!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

অবাক শিশু বলেছেন: ডালটা কিসের ডাল? মুগ ডাল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.