নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসীম তারা

অসীম তারা › বিস্তারিত পোস্টঃ

তৈরি করুন ফেসবুকে নিজস্ব গোপনীয়তা – Add friend বাটন হাইড করুন: কেওই আপনাকে অ্যাড পাঠাতে পারবেনা

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৪২

আমরা কমবেশি অনেকেই ফেসবুকের নিরাপত্তা ব্যাবহারে সচেতন। অনেকে খুব বেশি, অনেকে অল্প আবার অনেকে মোটেও সচেতন নন। যারা একটু বেশি বা অল্প সচেতন তাদের হয়ত এই টিউনের সিস্টেম কাজে লাগবে। মুল কথায় আসি। ফেসবুক ফ্রেন্ডরিকুয়েস্ট গ্রহনের জন্য দুই ধরণের গোপনীয়তা প্রদান করে।



Everyone

Friends Of Friends



এতে খুব একটা উপকার পাওয়া যায়না, কেননা আমি যদি কোন ৪০০০ বন্ধুওয়ালা ফ্রেন্ড এর সাথে ফ্রেন্ডশিপ করি তাহলে অনাকাঙ্ক্ষিত অনেকেই অ্যাড পাঠানোর ক্ষমতা পায়।



কিন্তু যদি সত্যিই চাই কেও আমাকে অ্যাড না পাঠাতে পারে অর্থাৎ সবাই-বা-বন্ধুর বন্ধু সহ কেওই যাতে না পাঠাতে পারে সেজন্য আজ আমার টিউন। যদিও এটি ফেসবুক এর স্বাভাবিক নিয়ম দ্বারা নয় কিন্তু সম্পূর্ণ পরিক্ষিত।



--



আমি গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করি, তাই স্ক্রিনশটগুলো অন্য ব্রাউজার সাথে একটু পার্থক্য থাকতে পারে।



১) প্রথমে আপনি আপনার আইডি তে লগিন করুন এবং উপরের ডান পাশ থেকে Privacy Shortcuts বাটনে ক্লিক করে who can contact with me তে ক্লিক করুন।

২) who can contact with me তে ক্লিক করার পর who can send me friend request এর নিচে Everyone এ লেফট ক্লিক না করে রাইট ক্লিক করুন এবং নিচ থেকে Inspect element এ ক্লিক করুন।

৩) Inspect element এ ক্লিক করার পর যে লাইনটি স্বাভাবিকভাবে থাকে তার ১০ অথবা ১২ লাইন উপরে < li > class="_9oy" > এরকম একটি লাইন পাবেন। লাইনটি collapse করবেন নিচের ছবিটির মতন।

৪) < li > class="_9oy" > লাইনটি কলাপস করার পর রাইট বাটনে ক্লিক করে Edit as HTML এ ক্লিক করুন।

৫) একটি বক্স আসবে কোড সহ। বক্সের ভিতর একটি ক্লিক করে Ctrl+A দিয়ে সব কোড সিলেক্ট করে Backspace এ চাপুন। অর্থাৎ < li > class="_9oy" >..< /d iv> এর সব কোড মুছে ফেলুন।



৬) এবার নিচের কোডগুলি কপি করুন এবং পেস্ট করুন।











Who can send me friend requests?








অথবা http://pastebin.com/NUBWLaUJ সাইট থেকে কোডগুলো কপি করে পেস্ট করুন এবং কোন খালি যায়গায় ক্লিক করে ক্রস দিয়ে বেরিয়ে পরুন।



৭) এবার আবার privacy shortcut এ গিয়ে who can contact with me তে ক্লিক করুন।

8) No one(fb.com/szsifat) এ ক্লিক করুন এবং উপভোগ করুন আপনার নিজস্ব শক্তিশালী গোপনীয়তা।



No one এ থাকলে আপনাকে অন্য কেও বা বন্ধুর বন্ধুরাও(mutual friend) অ্যাড পাঠাতে পারবেনা অর্থাৎ কেওই পাঠাতে পারবেনা :-D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.