![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাইনাল পরীক্ষা শেষের দিকে । আর একটা বাকি সেটাও ২৬ তারিখ । আজ পরীক্ষার পর ১ ঘন্টা অপেক্ষার পর অবশেষে পেলাম আমাদের সেই কাঙ্খিত BRTC বাস ।
হইচই করতে করতে সাত বন্ধু মিলে বাসে উঠলাম । সবাই কে কার পরীক্ষার কথা নিয়া আলোচনা করতাছিলাম ।
#ঘটনা না । #দুর্ঘটনা হইল কিছু দুর যাবার পর ।বাসটা হঠাত্ ব্রেক করল । তারপর যা দেখলাম তা আসলেই অবর্ননীয় ।
আমাদের বাসের সামনে #CNG এর সাথে #মোটর বাইকের সংর্ঘশের পর মোটর বাইক সহ আরোহী আমাদের বাসের নিচে চলে আসছে । CNG চালক উধাও । কিন্তু কিছু লোক যখন বাসের নিচ থেকে লোকটাকে যখন বের করল তখন সেটা একটা #রক্তাত্ত লাশ ছাড়া আর কিছু না ।
সবাই স্তব্ধ হয়ে গেলাম ।সবাই খুব ভয় পেলাম । বাসে আর কেউ কোনো কথা বললাম না । মৃত্যুকে এই প্রথম এক কাছ থেকে দেখলাম ।
তাই বলব যারা #মোটর বাইক চালান তারা একটু সাবধানে চালাবেন । আর ভুলে গেলে চলবেনা যে ..
"একটি দূঘর্টনা সারা জীবনের কান্না ।"
২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪
গাধা গরু বলেছেন: সবাই জানে এই কথা
"একটি দূঘর্টনা সারা জীবনের কান্না ।"
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:০০
অসীম তারা বলেছেন: আবার মনে করিয়ে দিলাম ........।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
নীলতিমি বলেছেন: