![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একটা কিচ্ছা (গল্প) । কিচ্ছাটা একটা #ঘাসফড়িং এবং একটা #প্রজাপতির । আগেই বলে রাখলাম এটাকে আবার আমার নিজের কাহিনী মনে কইরো না ।
২০১৩ এর ৩১ জুলাই ঘাসফড়িং এর সাথে প্রজাপতির দেখা হয় । কেননা তাদের কথা হয় #LoveBook থেকে । পরে ওরা দেখা করে । ওদের তো আর আমাদের মতো #FaceBook নাই । এদের দুজনের প্রথম দেখাটা আসলেই খুব ভাল ছিল । দুজনের মধ্যে বন্ধুত্তটা গভীর থেকে গভীরতর হতে লাগল । কিছুদিন পরেই প্রজাপতিটা হঠাত্ করেই ঘাসফড়িংকে প্রোপজ করে ফেলল । কিন্তু ঘাসফড়িং যে বন্ধুত্তের চেয়ে ওকে আর কিছুই ভাবে নাই । তাই ও না করে দিল । কিন্তু প্রজাপতির কথাটা ভেবে ঘাসফড়িংটা রাজি হয়ে যায় । কিন্তু সেটা বেশি দিন টিকে না । সব শেষ ।
কিন্তু যদি এখানেই সব শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালোই হত । কিন্তু তার কয়েক মাস পরেই ঘাসফড়িংটা আবার প্রজাপতির কাছে ফিরে যায় । প্রজাপতিও আনন্দের সাথে ওকে গ্রহন করে । খুব ভালোই দিন কাটতে থাকে তাদের । কিন্তু আবার ঘাসফড়িংটা একই কাজ করল । হঠাত্ করেই প্রজাপতিটাকে আবার একা করে চলে গেল । আর সিদ্ধান্ত নিল সে আর কখনো #Back করবেনা । কিন্তু বেচারা ঘাসফড়িং ! সে কি আর তার প্রজাপতি ছাড়া থাকতে পারে । তাই কয়েক মাস পর আবার #LoveBook তাকে সরি বলে নতুন করে আবার শুরু করল ।
আর এবার ঘাসফড়িং প্রমিজ করল সে আর কখনো এমন কাজ করবে না । প্রজাপতিটা ঘাসফড়িংকে খুব খুব ভালোবাসত বলেই সে পুরানো সব কিছু ভলে যেয়ে ফড়িংটাকে কাছে টেনে নিল । এবার এভাবে অনেক দিন চলল । প্রজাপতিটা নিজেকে নিজের মাঝে খুজে পেল । স্বপ্ন দেখতে লাগল নতুন জীবনের । কিন্তু স্রষ্টাও ভালোই খেলতে জানে । প্রজাপতিটাকে সবসময় #ক্ষণস্থায়ী_সুখ দেয় । যা আবার নিয়েও যায় । তাই ফড়িংটা আবার একটু আগের মতো হয়ে যায় । কিন্তু এবার প্রজাপতিটা বুঝতে পারে যে ফড়িং এর চলে যাবার সময় এসেছে । সে এবার আর তা হতে দেয় নি । তাই ও নিজেই ঘাসফড়িংকে দূরে ঠেলে দেয় । আর তার মনকে পাথরের মতো শক্ত করে ফেলে । ঘাসফড়িং প্রথমে খুশি হলেও যখন সে আবার প্রজাপতির কাছে যায় এবার তাকে গ্রহন করেনা । #LoveBook থেকে ঘাসফড়িং নামের পৃষ্ঠাটা ছিড়ে ফেলে । ঘাসফড়িংটা পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করে । প্রজাপতির কাছে যাবার জন্য আকুল হয়ে থাকে । কিন্তু আর তা সম্ভব হয় না । ঘাসফড়িং অনেক চেষ্টাও করে । কিন্তু সবই ব্যর্থ .............
আজ ৩১ জুলাই ২০১৫ । ঘাসফড়িং ঔ প্রজাপতির দেখা হয়েছিল আজ থেকে ঠিক দু বছর আগে । কিন্তু এখন আর ওদের মাঝে কিছুই নেই । কিন্তু তাই বলে ঘাসফড়িংটা হাল ছেড়ে দেয় নি. . .
{{তাই আমাদের সকলের উচিত এই ধরনের ছোট ছোট সম্পর্ক গুলোকে ভালভাবে গুরুত্ব দেওয়া । নয়তো পরে ঘাসফড়িং এর মতো ছোটাছুটি করতে হবে । কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে }}
To be continued .............
©somewhere in net ltd.