নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসীম তারা

অসীম তারা › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতির কাছে ঘাসফড়িং এর মিনতি

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯


আবার সেই ৩১ জুলাই এসে পড়ল । ৩৬৫ দিনে বছর হলেও ঘাসফড়িং এর জন্য বছর ঘুরে পুরানো দিন গুলো দ্রুত ফিরে আসে ।

কথায় বলে ভালবাসা নাকি প্রজাপতির মতো হয় । হালকা করে ধরলে উড়ে যায় আর শক্ত করে ধরলে মরে যায় । যদি তাই হয় তাহলে ঘাসফড়িং তো প্রজাপতিকেই ভালবেসেছিল আর সবকিছু ঠিকও ছিল তাহলে কেন এরপরেও তাকে হারাতে হল ।



কোন কিছু হারালে যে ফিরে পাওয়া যায়না এমন তো নয় । তাই ঘাসফড়িংটা সবসময়ই তার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ওদের তো আমাদের মত শক্তিশালী নেটওয়ার্ক নাই । তাই বরাবরই ব্যর্থ । এর আগের চিঠিটাও প্রছাপতির কাছে পৌছায় নাই ।
তাই সে বার বার মিনতি করছে । সব ভুল নিজের স্বীকার করেও তাকে পাবার চেষ্টা করছে । কিন্তু প্রজাপতির যে এত অভিমান আছে সেটা ভাঙ্গা সম্ভব হচ্ছেনা । কিন্তু এখনো বোকা ঘাসফড়িংটা আশাবাদি যে সে তার প্রজাপতিকে ফিরে পাবে । যদিও ১ বছর ১ মাস ১৬ দিন ধরে তাদের কোন দেখা হয় না । তবে হয়তো উড়তে উড়তে একদিন দেখা হয়ে যাবে । সেদিন কে কি করবে. . .??!!!

তাই আমাদের সবার উচিত্‍ কারো মনে অভিমান জন্মাতে না দেওয়া । আজ ৩১ জুলাই ২০১৬ । ঘাসফড়িং ঔ প্রজাপতির দেখা হয়েছিল আজ থেকে ঠিক তিন বছর আগে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.