![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় যদি মৃত্যু হয়, তবে জেনো আমি মৃত
এক ঝাক পাখিরা উরে যায় আকাশে
কিছু গান দেয় শিস ঝিরি ঝিরি বাতাসে
ধুর বাল
এ কি লিখছি
এটা তো কাকার আমলের কবিতা
আমি তো লিখবো এখনকার-এখানকার কথা
যেখানে প্রতিনিয়ত লাশেদের আন্দোলন
আর তাতেই ছোরা হয় এলোপাথাড়ি গুলি
রক্তমাখা থ্যাতলানো যোনি নিয়ে প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা দিন
কোন না কোন নারী চেপে রাখে পুষে রাখে আর্তনাদ
এখানে দালালি এক রমরমা ব্যবসা
যেন নাগরিকের সস্তা বাজার খুলে বসেছে রাষ্ট্র
শ্রমিকের ঘামে তৈরি করা কেরু/ভদকা/হুইস্কি খেয়ে শ্রমিকের উপরই চড়াও হয়
চলতে থাকে নির্যাতন
বিচার ব্যবস্থা হাওয়ায় ভর দিয়ে শূন্যে ভেসে বেড়ায়
এবং রাজনীতির মূল উদ্দ্যেশ্য লুটপাট
প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত
সব যেন একেকটা ক্ষুধার্ত আস্ত "সান অফ অ্যা পিগ"
খেতে খেতে মানচিত্রটাই গিলে ফেলেছে
এখানে কবিতারা নিষিদ্ধ
গান কিংবা অভিনয় পাপ
প্রতিবাদ হারাম
অথচ প্রত্যেকটা চাপাতিই লাইসেন্সপ্রাপ্ত
সরকারের পোঁদে চুমু খাওয়া পূণ্যের কাজ
মদের বোতলে ডুব মেরে পিনিকে ভীম হয়ে
চুপচাপ বসে থাকা হালাল
এ আমি কোথায় জন্ম নিলাম
কেন জন্মালাম এই বারোয়ারি ডাস্টবিনে
সঙ্গমের সময় বাবার যৌনাঙ্গ থেকে ছিটকে গিয়ে-
কেন পড়লাম না ১২০ বছরের পুরনো দেয়ালে
তবে পিঁপড়ে মাছির সাথে আরও দু-চারটা কীট
চেটে পুটে নিতো আমায়
তাহলে আজ আর লিখতে হতো না
কিংবা অ্যালকোহল আর নিকোটিনে নষ্ট হতো না
আমার কলিজা
ধুর বাল
এ আমি কি লিখছি
এ তো প্রতিবাদি কবিতা
এতে কবিতা এবং আমার মৃত্যু হতে পারে
আমি তো লিখবো.....................
নাহ! আমি আর লিখবো না
৮মে ২০১৬
০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৫:৫৩
ওমর সাঈদ বলেছেন: ভালোবাসা জানবেন আতিক ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:০৫
মিঃ আতিক বলেছেন: লিখতে থাকুন, ব্লগে স্বাগতম।