নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

ভাষা সৈনিক আবদুল মতিন কিছু কথা

০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৪


ওনাকে আমি ২০০০ সালে প্রথম দেখি। আমার আব্বা শিল্পী আবদুর রোউফ সরকার সাথে তাঁর ভাল পরিচয় ছিল। তিনি আমাদের বাসায় বেশিক্ষণ ছিলেন না। তবে তাঁর ব্যক্তিত্ব মনে দাগ কাটার মত। তখন আমি তাকে ভাল করে চিনতে পারিনি। পরে তাঁর সম্পর্কে অনেক কিছু জানি।

তিনি অন্যতম শ্রেষ্ঠ ভাষা সৈনিক। তিনি ছিলেন আজীবন যোদ্ধা। তিনি সত্যের পক্ষে কথা বলতেন। কারও দালালি করতেন না। তিনি দেশকে ভালবাসতেন, দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি ভাল মানুষ ছিলেন।

আমার আব্বার কাছে একটি ঘটনা শুনেছিলাম। ১৯৭৫এর পর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। একদিন তিনি ধরা পড়ে যান। তাকে শহিদ জিয়াউর রহমানের কাছে নেওয়া হয়। তাকে প্রশ্ন করা হয়, সে কি ব্যবহার আশা করে। তিনি শহীদ জিয়া দিকে বুক ফুলিয়ে বলেন, এক কমান্ডার আরেক কমান্ডার কাছে যে ব্যবহার আশা করে। শহিদ জিয়া তাকে ছেড়ে দেন। আমার আব্বা মারা গেছেন আর আজ ভাষা সৈনিক আবদুল মতিনও মারা গেছেন। তাই ঘটনাটি সত্য কি, আব্বাও কারও কাছে শুনেছে তা বলতে পারছি না।

ওনাকে আমি শেষ দেখিছি ২০০৭ সালে আব্বার চিত্র প্রদর্শনীতে। তাঁর বাসায় একবার গিয়েছিলাম আব্বার নীল ভেপসায় চড়ে। তবে সেদিন তাঁর সাথে দেখা পাইনি।
আজ তিনি চলে গেলেন অজানা দেশে। হয়তো আমার আব্বা সাথে তাঁর দেখা হতে পারে। তারা হয়তো সুন্দর বাংলাদেশের গল্প করবে যা তাদের স্বপ্নে ছিল। তাদের আশা আমরা নতুন প্রজন্ম তা পূরণ করবো।


মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৯

ঢাকাবাসী বলেছেন: তাঁর মত একজন ক্ষনজন্মা পুরুষ চলে গেলেন, নীরবেই! তিনি আম্লী.. করতেন না মনে হয়।

২| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮

ফিদাতো আলী সরকার বলেছেন: দল করলে চোরও দেশপ্রেমিক হয়ে যায়! ভোট না দিলেও সরকার ক্ষমতা বসে যায়। আর কি আশা করতে পারেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

Ali Khan Russell বলেছেন: আমার সাথে উনার দেখা হয় আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিনে ২০০৭ সালে টাঙ্গাইলে। খুবই সাধারন কাপড় চোপড় ও জীবন যাত্রা ছিল উনার। আমাদের রাজনীতিবীদরা কোটি কোটি টাকার পাহাড় জমাইয়া বিদেশ বাড়ি কিনে আর যারা দেশের সত্যিকারের প্রেমিক তাদের জীবন কাটে কষ্টে। হায়রে অভাগা জাতি।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

ইমরান বিন আনোয়ার বলেছেন: "তিনি শহীদ জিয়ার দিকে বুক ফুলিয়ে বলেন, এক কমান্ডার আরেক কমান্ডার কাছে যে ব্যবহার আশা করে" এই কথাটা দারুণ লাগল। লেখককে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.