![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
শুকনা পাতা যেন উড়ে যাচ্ছে, হাড্ডি সকল গুনা যায়। হে হে হাসে যখন, মনে হয় এখনি জান বের হয়ে যাবে। প্রমিতি যদি রাজত্ব হতো, গোপাল ভাঁড় সেই হতো। তার ভক্তকুল তাকে দানে-বামে-কানে-মানে অকুল হয়ে থাকে। যেন বৃন্দাবনে কৃষ্ণ সাথে হাজার হাজার প্রেমিকা।
অনেক তার গুণগান গেলাম। আর গাইতে ইচ্ছে হয় না। আমি একখান কবিতার বই বের করেছিলাম। এই বই তাকে আর তার প্রেমিকাদের ফ্রিতে দেই নাই বলে প্রায় ব্যঙ্গ শুনতে হয়। যেমনঃ এগুলো কবিতা হল কিনা? নামটা একেবারে উপন্যাসের মতো। যা হোক এই নির্দয় মানব সমাজে যেখানে পিয়াজ কেনা মানুষের অভাব নাই, সেখানে আমার নিরিহ কবিতার বই ৩৭ খান বিক্রি হয়েছে। প্রকাশক ৪০ হাজার টাকা নিয়ে পালিয়েছে, ৩৭ খান বইয়ের দামও দেয় নাই। খুব খারাপ ভাবে প্রকাশ করাতে বইটি কারো কাছে বিক্রি করতে লজ্জা লাগে।
সমাজে কিছু মানুষ আছে, যারা নিজেরা কিছু করতে জানে না। অন্যর সমালোচনা ঠিকই করে। সমালোচনা করার যোগ্যতা লাগে। নজরুল রবীন্দ্র একে অপরের সমালোচনা গ্রহণযোগ্য । ফিদাতোকে ভাঁড়ের সমালোচনা হাস্যকর।
প্রায় ২৮ বছর ধরে লেখছি।
প্রায় ৯ বছর ধরে ব্লগে লেগছি।
প্রায় সাড়ে ছয় বছর প্রমিতিতে।
প্রায় ৪ বছর আগে বিয়ে করেছি।
নতুন একটা প্রাণ জন্মেচ্ছে আমাদের ঘরে।
এই বছর মাস্টার্স পাশ করেছি।
একটি পুরষ্কার পেয়েছি।
এই বছর আমার কবিতা বই 'জীবনে হঠাৎ' বের হয়েছে।
এবার বলেন, কে হতাশ! আমি না আপনি!
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
কনফুসিয়াস বলেছেন: শুভ কামনা রইল ভাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।