![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
কুয়াশা ঘেরা এইসময়
শীতের তীব্রতায় অসহায়
ইতিহাসের ছেড়া পাতায়
কবিতার ছন্দ হারায়।
উপেক্ষিত মহানায়ক মৃত্যু
বিদ্রোহ দমন একাকার
জনগণ আজ উপেক্ষিত
মানবতা ধবংস বারবার।
আড়ি পেতে থাকা বেজন্মা
লাথি মারি তোর বুকে
লাশ হয়ে না হয় বাড়ি ফিরবো
থাকবো অনেক সুখে।
এইবার হাতে হাত এক
সংগ্রামে যাবো একসাথে
মরলে শহীদ, না হলে গাজী
জিতবো কেল্লাফতে।
১৯-০১-২০২৩
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।