![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
প্রতিদিন তোমায় দেখি
প্রতিনিয়ত তোমায় ভালবাসি
তবু তো তোমায় চিনতে পারছি না
তুমি কে?
প্রথম তোমার প্রচ্ছদ দেখি
তারপর তোমার পৃষ্ঠা উল্টাই
একমনে দিয়ে শেষ করি
প্রতিটা লাইন
পরেরদিন আবার প্রচ্ছদ দেখি
এটা তো অন্য প্রচ্ছদ
প্রতিটা লাইন তো অন্য লেখা
এতো অন্য বই
অপরিচিতা তুমি কে?
তোমার নাম কি?
তুমি কেন রহস্যময়?
তুমি কেন লাস্যময়?
তুমি কেন অপরূপা?
প্রতিক্ষণ মনে হয়
চিনে গেছি তোমায়
এতো কাছে তুমি
অথচ দাও না ধরা
আমি আমার অভিযান চালিয়ে যাবো
ফেলুদার মতো এই রহস্য সমাধান করবো
আর তপসেকে বলবো,
এরই নাম মুন মুন,
আমার একমাত্র ভালবাসা ।
১০-৪-২০২৩
১১ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪৫
ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪৪
অতি-তিথির আম্মা আলো বলেছেন: দারুন।।
১১ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪৬
ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০৫
ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০
বিজন রয় বলেছেন: কেমন আছেন? আমার কথা মনে আছে?
অনেক দিন পোস্ট দেন না।
এবার নতুন পোস্ট দিন।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। + +