![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমার বড় মেয়ে আতীকা ইসমাহ জান্নাত প্লে-গ্রুপে পড়ে। আজ সে গুড লাইড স্কুলে চকলেট দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সবাই তার জন্য দোয়া করিয়েন।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পুরস্কার হিসেবে একটি প্লেট না দিয়ে একটা বই দেওয়া উচিত।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬
করুণাধারা বলেছেন: অভিনন্দন এবং দোয়া।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪২
এম ডি মুসা বলেছেন: আসলেই পুরস্কার হিসেবে আমি স্কুলে ১ম শ্রেণি থেকে নবম শ্রেণি প্রর্যন্ত কোন খেলায় অংশ গ্রহণ করিনি কিন্তুু আমার পুরস্কার একটা থাকতো সেটা হলো , একটা বই বা ডিকশোনারী, আমাকে সবার আগে ডাকতো , আমি ফাস্ট বয় হিসেবে বহু ঘরে আনছি এটা আমার জন্য অনেক ছিল, নবম শ্রেণির পরে একটা পারিবারিক ঝামেলার মাঝে পড়ে আমার পড়াশোনা ঝং ধরেছে। মোটামুটি ভাবে শেষ করছি বাকি টা। এখন কথা হচ্ছে এই সব প্লেট না দিয়ে বই দিলে , অনেক ভালো হতো।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রতিযোগিতায় এসব প্লেট বা মগ দেওয়া মান্ধাতার আমলের রীতি। এরচেয়ে অভিধান বা গল্প-কবিতার বই দেওয়া ভালো। কেন যে লোকজন বোঝে না!
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৫
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
চমৎকার...
অভিনন্দন আতীকা ইসমাহ জান্নাত মামুনীকে
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০১
শ্রাবণধারা বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক অনেক অভিনন্দন। সে জীবনে অনেক অনেক সাফল্য লাভ করুক এই কামনা করি।
আমি বহুকাল আগে ক্লাস ওয়ান বা টুয়ে পড়ার সময় স্কুলের চকলেট দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে একটা মেলামাইনের বাটি পুরস্কার পেয়েছিলাম। সেটাই আমার জীবনের প্রথম পুরস্কার। সেই পুরস্কার পেয়ে আমার সে কী আনন্দ!
সেই চকলেট দৌড় প্রতিযোগিতা যে এখনও টিকে আছে আর এখনও যে পুরস্কার হিসেবে থালা-বাসন দেওয়ার রীতি বজায় আছে এটা জেনে আনন্দ পেলাম!
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
নিবারণ বলেছেন: জান্নাতের লাইগা ভালোবাসা। কয় স্কুলে প্লেট, গ্লাস দেওন ভাল্লাগে না। বই টই তো দিবার পারে।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: প্লেট বাটি দেওয়া বন্ধ করতে হবে।
বইয়ের চেয়ে সুন্দর কোনো উপহার হয় না।
১০| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৭
রাসেল বলেছেন: অভিনন্দন
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৮
এম ডি মুসা বলেছেন: অভিনন্দন, শুভেচ্ছা মা মনি।