![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জগৎটা আমার।
সবার জীবনের ক্ষেত্রেও তাই। পৃথিবীর সকল মানুষ, জীব-জন্তু, গাছ-ফুল-লতা,পিঁপড়া, কুকুর, নদী, ধূমকেতু , সাগর, মরুভূমি-জলপ্রপাত; নর -নারী, নর্তকী- সবাই কেবল আমার সেবা করার জন্যে সৃষ্টি হয়েছে।
আমার কোন আত্মীয় -পরমাত্মীয় নেই। সবাই আমার রাজ্যের বেখেয়ালী মানব-মানবী, আর প্রাণ। আমার চোখে কামিনী ফুল গাছ আর মানুষের মধ্যে কোন তফাৎ রাখি না। কে কতটুক শ্রদ্ধা/আদর পাবে তা কেবল তার কৃ্তকর্মের উপর ভিত্তি করেই বণ্টন করে দেই।
আমার মালিক ঈশ্বর আর আমার জগৎটার মালিক আমি। অতঃপর যে যাই বলুক আপাদত আমি এই জগৎ এর মহারাজ। সবাই তাই। তথাকথিত পৃথিবীতে যদি ৭০০ কোটি মানুষ থাকে -তবে সেখানে ব্যক্তিগত জগৎ আছে ৭০০ কোটি , আর ৭০০ কোটি (মহারাজ-মহারাণী)।
স্বর্গ-নরক তুমার পৃথিবীর সুখ আর দুঃখের মাঝেই বিরাজমান। কেউ কেঁদে আনন্দ পায় কেউ হেসে।
তবে শেষ কথা এই আমি মূলত পীর শ্রেণীর লোক- আর আমিই মহারাজ। আমি আমার রাজ্যে সুখেই আছি। আত্মতৃপ্তির এর চেয়ে উচ্চমানের ম্যাথড আর কিই বা হতে পারে... সুখ না পেলে তাই একবার ট্রাই করে দেখো মহারাজ তন্ময়নামা
©somewhere in net ltd.