![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিলিথ কে নিয়ে আমার ভাবনার অন্ত নাই। ক'দিন ধরে আমার মাথার ভিত্রে লিলিথ আর লিলিথ।
রাত যখন পড়েছে গতকল্য, তখন লিলিথ রাত্রির অপদেবী, তার মোহ দিয়ে মাতাল করেছে আমায়, চারপাশ থেকে অন্ধকারের মতো আমাকে ঘিরে ধরেছে।
লিলিথ কে??
নারী আধিকার নিয়ে আন্দোলনরত সকলে নিয়ে বেড়াচ্ছে লিলিথের জ্বীন। এডাম এর প্রথম সঙ্গী লিলিথ। লিলিথ এবং আদম একই উপাদানে গড়ে ওঠেছিলো। লিলিথ কখনো আদমের বশ্যতা মেনে নেয়নি, যৌনতাতে এডামের স্বেচ্ছাচারীতাকে লিলিথ কখনো মেনে নিতে পারেনি- তার মধ্যে ছিলো সম অধিকারের বাসনা। রাগে ক্ষোভে সেদিন ঈশ্বরকে বৃদ্ধাঙ্গোলি প্রদর্শন করিয়া ডেভিলের হাত ধরে স্বর্গ থেকে পলায়ন করে। ঈশ্বর তাকে ফিরিয়ে আনতে ফেরেশতাগণদের পাঠালে লিলিথ অনেক হুমকির মুখেও রাজি হয়নি, এও জানিয়ে দেয় না ফেরার একটি কারন, ইতোমধ্যে ইবলিশের সাথে তার সহবাস হয়ে গেছে। এই সহবাসে লিলিথ নিশ্চিত ইবলিশের উপরেই ছিলো, কেননা আদমের সাথে তার দ্বন্ধের কারন আদম নিচে শুতে রাজি ছিলো না। স্বাধীনতার স্বাদ যে স্বর্গের চেয়ে মধুর। এই লিলিথ মেসপোটিমিয়ার কাহিনীতে দায়ী ঝড় বাতাসের অপদেবতা হিসেবে, আর হিব্রু শব্দ লিলিথ এর মানে রাত্রি। লিলিথ মূলত রাতের অপদেবতা। লিলিথের কথা কোরআনে অনুপস্থিত। বাইবেলের কয়েক জায়গাতে লিলিথের প্রসংগ এসেছে কিন্তু প্রথম নারী তথা এডামের প্রথম স্ত্রী লিলিথ কিনা তা কনফার্ম করেননি ঈশ্বর, কিন্তু ইহুদীদের গ্রন্থে লিলিথের কথা বলা হয়েছে আদমের অবাধ্য স্ত্রী হিসেবে, যে পরে অপদেবতা তথা ডাইনী রূপে দুনিয়ার মানুষকে কুমন্ত্রনা দেয়, এ হিসেবে ইবলিশ শয়তানের সাথে দুস্তি লিলিথের।
বেচারা এডাম! ডেবিলের হাত ধরে পালিয়ে গেছে তার সুন্দ্রী স্ত্রী, সঙ্গিহীন আদমের নতুন খেলার সাথী ইভ তথা হাওয়াকে বানানোর সময় ঈশ্বর আর ভুল করলেননা। এবার আদমের শরীর থেকেই, মানে আদমের বাম পাশের পাজর থেকে বানানো হলো ইভ কে, যেন ইভ এডামের নিকট মাথানিচু করে রাখে। তাই ইভজাতি কোন আলাদা কিছু নয়, আদমের আত্মজা। ইভ এডামের কোন কথার অবাধ্য হয়না, না শুতে না পড়তে। অতঃপর তেনারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।
ইভ মূলত সুখ বলিয়া কি জিনিস জানিতই না, এডামের সুখের জন্যে সে এসেছে।
কিন্তু ইভ কি জানিত, তাহার স্বাধীনচেতা বিপ্লবী সতীন লিলিথের কথা?? সেই লিলিথ কুমন্ত্রণা দিয়ে ইভের ভেতর ডুকাল ঝাক্কুম ফলের লোভ। অতঃপর তারাও স্বর্গ থেকে বিতাড়িত হলো। লিলিথকে ঈশ্বর মুছে দিতে চেয়েছিলো, কেননা- ইঞ্জিলে হালকা পাতলা দিয়ে, কুরানে বিলুপ্ত লিলিথ।
কিন্তু লিলিথ আমার মন কেড়েছে, জানি কোন রাতে নষ্ট ধ্রুবতারা লিলিথকে নিয়ে আসবে আমার কাছে। গতরাতের মত করে, লিলিথ আমাকে জড়াচ্ছে...
©somewhere in net ltd.