![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দাঁড়িয়ে ছিলাম-
তুমি ফিরবে বলেছিলে...
আমি দাঁড়িয়ে-ছিলাম- বলেছিলে অন্ধরাতে বাড়ি পৌছে দিতে...
জীবন থেকে চলে গেছে বয়ঃসন্ধিকালের সবে জাগ্রত আবেগ...
কিন্তু সেই শিশু যে আজ বড় হয়েছে...
আবেগ - ভালবাসা সবিই তো বেড়েছে... বেড়েছে তুমার-আমার , জামার মাপ। আমি নাইনটিন হয়ে গেলাম বিগত মাসে, তুমি রেখছ আঠারই। তুমার ইউনিফর্ম এর রঙ বদলে খয়েরি হয়ে গেছে, শ্যামলা থেকে তুমি নাকি আজ উজ্জ্বল শ্যামলা। আমি দেখি নি - ওরা বলেছে।
আমি দাঁড়িয়ে আছি-
তুমি আসবেই বলেছিলে।
৬৬৩ দিন ধরে অপেক্ষার প্লাটফর্মের ট্রেন গুনে চলছি- প্রতিবেলা প্রভাতি- আর গুধোলি, ফিরে আসে ফিরে যায়-
আমি দাঁড়িয়ে ছিলাম, তুমি আসনি।
©somewhere in net ltd.