![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমকা প্রস্তাব করছি ভালো থেকো,
প্রিয়তমা... তোমার চোখ ভিজে গেছে জানালার পাশে... মনের পাতালে আগুন লেগেছে, সে আগুন পুড়াচ্ছে তোমার আমার আঙ্গিনা।
পত্রের মাঝে নীল খামের মায়া, বসন্ত ফুরিয়ে যাবে- কান্না ভরা চোখে শেষ রাতে শীত আসে আমাদের দেশে,
পরদেশী- শীত,বসন্ত কেউ স্থায়ী নয়-
ওরা পৃথিবীকে আর ঘুরাবে না,ওরা আগুন ধরিয়ে দিয়েছে ঋতুচক্রে,
নিজেকে শূন্য বোধ করছি, আকাশের অজানা স্তরে থমকে গেছে আমার ভালো-মন্দ।
প্রজাপতির পাখা ভাঙ্গা, শেষবার যখন উঠোনের রক্তজবাকে সে আদর দিচ্ছিলো, পাতালের আগুনে গ্রাস হয়েছে সে।
অলস দেহে বিছানায় শরীরটাকে একটা টানা দিয়ে যখন নিজেকে খুব আরামপ্রিয় প্রানী মনে হয়, সেখানে একটা প্রানীবিজ্ঞানের সৃষ্টি হয়।
তারপর, অলস দুপুর, সন্ধ্যাবেলা, মাঝরাত, শেষরাত, প্রথম সকাল...
অভিসারের সাক্ষী রাত্রীবেলার একাত্মতা,
মনের পথ সময়ের স্রোতে আলোর বেগে তোমার দরজায়, সেখানেই সীমান্ত- সেখানেই কাঁটাতার- সেখানেই রক্তাক্ত ভালোবাসা।
©somewhere in net ltd.