![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলিতে গলিতে গলিয়ে রেখেছি জীবন-
ডাষ্টবিনে ফেলে নষ্ট অতীত।
তুমি হেসে খেলে চলছো যেখানে-
আমার বিন্দাস থাকতে পাপ কিসের হে নষ্টা নারী।
নারী তুমি সেই নারী নও-
যাকে ভাল্লাগেনা তাকে সই, ভালোলাগাকে নরকে দিলাম।
পতিতালয়ের চৌবাচ্চা থেকে ড্রেনেজ হয়ে আসে,
সাজানো হাজার স্বপ্নের লাশ।
মেলিয়ে দিয়েছো আমাকে-
ভালোবাসার মূল কপি।
সাদাকালো ফটোকপিময় দেহ নিয়ে সুখী রবে কি করে???
জীবনের সে কি মায়া, ছাড়তে চায়না কেউই-
অবাধ্য লতা, চোখের সামনে কি অদ্ভূত ভাবে
জড়িয়ে নিচ্ছে জীবন জানালার গ্রীলে।
চোখের পলকে দেহটাকে বন্ধি করে নিচ্ছো
অন্য জানালার গ্রীলে।
তাই জবানবন্দী দিচ্ছি- আমি নষ্ট মানুষ অতি অস্বাভাবিক-
তবু স্বীকার করো-
তোমার সর্বাঙ্গ সঁপে দিয়েছিলো আমার
কাছে-
তুমি আমার নষ্টা নারী।
©somewhere in net ltd.