নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহারাজের দরবার শরীফ

অতঃপর তন্ময়

ভয়ংকর অবিশ্বাসী, কাউকেই বিশ্বাস করতে পারিনা।

অতঃপর তন্ময় › বিস্তারিত পোস্টঃ

ছিঃ আমি! ছিঃ আমরা!!

১৭ ই মে, ২০১৫ ভোর ৪:১৫

এখন আর ইচ্ছে করেনা খবরের পাতা উল্টাই; সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নজর দিতে ভয় লাগে- আজকালের খবর গুলো অনেক ভয়ানক,হিংস্র,লজ্জ্বার। আসলে আমরা কিছু করতে চাচ্ছি না, আসলে আমরা থুম মেরে বসে আছি-- আসলে আমাদের কিচ্ছুই করতে দেয়া হচ্ছেনা,আসলে আমাদের থুম মারিয়ে বসিয়ে রাখা হচ্ছে।
অভিজিৎ রায়'রা এদেশে হত্যা হয়- ওয়াশিকুর'রা হত্যা হয়-অনন্ত বিজয়'রা চাপাতির আঘাতে লাশ হয়ে যায় প্রতিদিন খবরের কাগজে। সেকুলার আওয়ামীলীগ এখন তীব্র সাম্প্রদায়িকতার রূপ নিয়েছে। সাম্প্রদায়িক শক্তিরা চাপাতি হাতে নিয়েছে,ওরা শাপলা চত্ত্বরে জমায়েত হলে গদি নড়ে যায়, নাড়া লাগে ভোটের বাক্সে-ওদের বিপক্ষে কিছু বলে আওয়ামীলীগকে "নাস্তিকের দল " গালি খাওয়াতে নারাজ সরকার;এর চেয়ে বরং অনন্ত বিজয়েরা চাপাতির কুপ খা'ক-- এতে গদিতে টান পড়ার আশঙ্কা নেই। "আওয়ামীলীগের দালাল" গালি খাওয়া লোকটা যদি আজ অন্যায় কথার প্রতিবাদ করে; তবে তার পিঠে পড়ে শাসক শ্রেণীর চাবুকের হুমকি, জয়ের অন্যায়ের প্রতিবাদে টু শব্দটা করলেই,সেই "আওয়ামীলীগের দালাল" গালি খেয়ে আসা লোকটার দুই গালে তালে তালে জুতার বাড়ি দেওয়ার শ্লোগান ওঠে আওয়ামীদের মিছিলে। অভিজিৎ রায় কে আনসারুল্লাহ-টানসারুল্লাহ কেউ হত্যা করেনি- প্রত্যেকটা হত্যার এক নাম্বার আসামী বাংলাদেশ সরকার। কেননা সরকার এদের আস্কারা আর লাই দিয়ে বুঝিয়ে দিয়েছে; তোমরা ওদের শেষ করে দাও;আমরা সরকার তোমাদের কিছু বলে নাস্তিকদের দলে নাম লিখাতে পারবো না।
আর এদিকে আমরা, ছিঃ কি কাপুরুষ, ছিঃ কি কানারী!!
আমরা ঘরে বসে মাথাটা সামলে আছি,পাছে আমার শখের মস্তক খানা পড়িয়া যায় চাপাতির চাপায়।
আমরা কাজাতি!!

একই সময়ে চলছে নারীর উপর তীব্র অত্যাচার, এখানে লাঞ্চনা,ওখানে ধর্ষন,সেখানে গাছের সাথে বেঁধে নারীকে পেটানো,নদীতে ভেসে ওঠে ধর্ষিতা নারীর লাশ- স্কুল,যেখানে বিদ্যাশিক্ষা হয়,ক্লাশ ফাইভের মেয়ে নিপীড়নের শিকার হয়ে লাশ হয়;বিশ্ববিদ্যালয়ের দরবারে ছাত্রীকে তার পিতাসম শিক্ষক কু-প্রস্তাব দেয়।

আর প্রশাসন এক শাক দিয়ে মাছ ঢাকে,আবার মাছ দিয়ে শাক, সেই শাক দিয়ে আবার মাছ--- এভাবে চলতেই থাকে।
আর ছিঃ আমরা!!
আমার ক্লাশ ফাইভে পড়া বোনটি টিভিতে শুনে তার মতো একটি মেয়েকে স্যার যেনো কি করছে,যার ফলে মেয়েটি মারা গেছে। আমার পিচ্চি বোনটি এই সমাজে নিরাপদ?? কাল কি হিংস্র পশু থাবা দিবেনা আপনার আমার পিচ্চি বোনটিকে?? ছিঃ আমরা বসে আছি,কেননা আমার ঘরের পিচ্চি মেয়েটি এখনো ধর্ষিত হয়নি,কেননা আমার দশম শ্রেণীতে পড়া বোনটি ধর্ষিত হয়ে এখন অব্দি নদীতে ভেসে ওঠেনি, কেননা আমার বোনের আঁচল ,আমার মার আঁচলে এখনো টানেনি কুত্তার বাচ্চারা; আমি ঘরে বসে আছি কেননা আমার স্ত্রী এখনও হেফাজতে আছে,কেননা আমার প্রেমিকাকে এখনো বিবস্ত্র করা হয়নি,আমার বোনকে এখন পর্যন্ত গাছের মধ্যে বেঁধে পেটানো হয়নি।

আর নাস্তিক বামেরা প্রতিবাদ করতে গেলে , চুলের গোঁছায় ধরে হেঁচড়ে ধরে সরকার সবুজ বাতি দেখিয়ে যৌন নিপীড়নের রাস্তাকে সারাবেলা উদাম করে রেখেছে- বলে "যাও দুষ্ট ছেলেরা, দুষ্টামি কর তোরা কেউ প্রতিবাদ করতে আসলে হাত ভেঙ্গে দিস;আমরা এদিকটা দেখছি"।

আর ছিঃ আমি,আমরা বসে আছি কবে আমার মা,বোন,স্ত্রী,প্রেমিকা লাঞ্চিত,নিপীড়িত,ধর্ষিত,খুন হবে,সেইদিনের জন্যে। আমরা সেইসব দিনে যেয়ে মোমের সলতাতে আগুন দিবো।
ওরা এক একটা করে এগিয়ে আসছে আমাদের মা,বোন,স্ত্রী,প্রেমিকাদের দিকে; নাহ!! আমি আজকের খবরের পাতা খুলতে চাইনা,আপনি ভুলেও কোন খবর দেখবেন না; কে জানে নিউজটাকি আপনার আমার মা,বোন,প্রেমিকার লাঞ্চিত হবার ই নাকি কে জানে।

ছিঃ আমি! ছিঃ আপনি !! ছিঃ আমরা!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.