![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলেই
এখনও আমার রাত ভিজেনি
অপবিত্র জলে,
জলের তলায় দেয়নি
ডুব সাতর ।
তুমি আসবে বলেই
এখনও আমার সপন ভাংগেনি
অমোঘ সপর্শে,
সৃতির মিনারে দেয়নি
হৃদয় আমার।
তুমি আসবে বলেই
এখনও আমার প্রতিক্ষা থামেনি
নতুনের তরে,
শুরে মোধু নেয়নি
বিষাকত আমার।
©somewhere in net ltd.