![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিরা কাকের মতন,
সবাই নয়- কেউ কেউ,
যাদের চাল নেই, চুলো নেই,
যাদের কবিতা কেউ পড়ে না,
সে কবিতা লেখেও না।
কিছু হিজিবিজি বকে যায়।
শহরের অলিত-গলিতে
যে দু'একটি পল্লবিত গাছ
আজও দেখা যায়,
তার দু'একটিতে -
দু'একটি কাক
সারাদিন বসে যতই
ডাকুক "কা কা" করে-
তুমি-আমি এড়িয়েই যাই।
কানে বাঁধে কর্কশ ডাক,
না শুনে তাড়িয়েই দাও।
কিছু কিছু কবি ঠিক তাই,
না জানে ছন্দ সে খুব,
না আছে গভীর ভাষা,
তবু সে লিখে যায়-
থরে থরে কবিতা !
আমিও তেমন কবি,
কাক আর যাতে পার্থক্য নেই।
©somewhere in net ltd.