নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাক কা কা করে, আমি কবিতা লিখি- দু\'টোই কেউ শোনে না।

কাক রূপ কবি

কবিরা কাকের মতন

সকল পোস্টঃ

প্রিয়মতো প্রেম আমার

০৩ রা জুন, ২০১৬ রাত ১২:২১

হয়ত দেখেছি আমি- বৈশাখী সন্ধ্যায়,
বেশতো ভেবেছি খুশি নৈরাশ্য-হতাশায়;
যা গ্যাছে, যা আছে-ভাবনার অতীতে,
বৈশাখী প্রেম আমার নিয়তির নিগড়ে।
কি দেখি, কি শুনি-মনোযোগ হারানো,
পুষ্পিত প্রেম আমার রয়েছে বাড়ানো।













২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০২

উৎসর্গ: অজানা-অচেনা...

মন্তব্য২ টি রেটিং+১

ডায়নোসরের সাথে বসবাস

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

ঘরের দেয়াল জুড়ে ক্ষুদে ডায়নোসর,
ঘুরছে-ফিরছে সাথে করছে শিকার।

মন্তব্য০ টি রেটিং+০

জয়ের জোয়াড়

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৪১

ভেবেছিলাম ক্ষণিকের মোহ, হঠাত ঝলক !
কিন্তু আজ তা প্রমাণ পেল- এ ক্ষণিকের নয়,
নিভে যাওয়ার নয়, আমরাও পারি ।
কালে ভদ্রে নয় -
বলে কয়ে নিয়মিত করে যাই আমরা জয়োৎসব ।

মন্তব্য০ টি রেটিং+০

তৃষ্ণা কাতর

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৪০

আমার হৃদয় তৃষ্ণাকাতর
অযথা ব্যকূল !
কিসের খোঁজে- বিষের সাথে
সখ্য এত?- মনটা অবুঝ।
ইচ্ছেগুলোর টিপছি গলা
অনিচ্ছাতে দিন-রাত্রি,
তৃষ্ণার জল নিখোঁজ থেকে
দিচ্ছে আমায় কাতরতা।
আমি ছিলাম সুবোধ বালক,...

মন্তব্য০ টি রেটিং+০

জীবন প্যারাময়

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৩৮

অলস সময় একলা কাটে,
একার হৃদয় একাই ফাটে।

তাকাই আমি প্রেমের আশায়,
আমায় দেখে সে দৌড়ে পালায়।

বেকার আমি, টাকা যে নাই,
আমি প্রেমিক, শুধু প্রেমিকা চাই।

মনের ক্ষুধা জাগছে শুধু,
বুঝতে চাচ্ছি প্রেমের মধু।

যার আছে তার...

মন্তব্য৪ টি রেটিং+০

ঘাসফুল

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৩৫

আমি ঘাসবনে দেখে ঘাসফুল
হলাম ব্যকূল,
হেলায় ফিরিয়ে দিয়েছি তাই
সুবাসিত বকুল।

বিশাল সবুজ জমিনে ক্ষুদে ক্ষুদে ফুল,
পলকে ভুলিয়েছে আমায় সুরভিত মুকুল।











বি:দ্র: নিক হারাইছে তাই, ইহাতে সংরক্ষণ করিতেছি।

মন্তব্য০ টি রেটিং+০

আপনার সিমটি নিবন্ধিত হয়েছে কিনা জানতে চান?

০১ লা মে, ২০১৬ বিকাল ৩:১২

আপনার সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা জানতে -

১) #টেলিটকঃ মেসেজ অপশনে Q লিখে এসএমএস করুন 1600 নম্বরে।
২) #বাংললিংকঃ বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করুন।
৩) #রবিঃ *643# লিখে কল...

মন্তব্য৪ টি রেটিং+০

কাক রূপ কবি

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

কবিরা কাকের মতন,
সবাই নয়- কেউ কেউ,
যাদের চাল নেই, চুলো নেই,
যাদের কবিতা কেউ পড়ে না,
সে কবিতা লেখেও না।
কিছু হিজিবিজি বকে যায়।

শহরের অলিত-গলিতে
যে দু\'একটি পল্লবিত গাছ
আজও দেখা যায়,
তার দু\'একটিতে -
দু\'একটি কাক
সারাদিন...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.