![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস সময় একলা কাটে,
একার হৃদয় একাই ফাটে।
তাকাই আমি প্রেমের আশায়,
আমায় দেখে সে দৌড়ে পালায়।
বেকার আমি, টাকা যে নাই,
আমি প্রেমিক, শুধু প্রেমিকা চাই।
মনের ক্ষুধা জাগছে শুধু,
বুঝতে চাচ্ছি প্রেমের মধু।
যার আছে তার বাড়ছে টাকা,
প্লে-বয় ছেলের মাল্টি প্রেমিকা।
ফাকা বাগানে শুষ্ক বালি,
হয় না কেউ আমার মালি।
প্রেমের গ্রাফে নেই উপর-নিচ,
সো লাইফ ইজ আ টোটাল বিচ।
৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৩৮
কাক রূপ কবি বলেছেন: ধন্যবাদ...।
ইমেইলের চক্করে পড়ে নিক হারাইছে। আর হ্যাপি ব্লগিং
২| ২৯ শে মে, ২০১৬ রাত ১২:৫৮
বাংলা গান শুনুন বলেছেন: সত্যিই জীবনটা অনেক প্যারাময়।
♥আমি ব্লগে নতুন এসেছি,আমার পোষ্ট গুলো দেখে আসার জন্য অনুরোধ করছি♥
৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৩৮
কাক রূপ কবি বলেছেন: অবশ্যই ঘুরে আসব। শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ রাত ১২:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান কবি। শুভাশিস রইল। হ্যাপি ব্লগিং