![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়
সারেং নদীতে যাচ্ছে না? সে কই যাচ্ছে?
নদী তাঁকে টানছে না কেন?
জাহাজ কি তাঁর ডুবে গেছে!
সমুদ্রদয়িতা টেনে নিয়ে যেত তাঁকে
জলপ্রবাহ না দেখলে
নক্ষত্রপতি না দেখলে
আকাশপ্রান্ত না দেখলে
সে নিজের অভিকর্ষ হারিয়ে ফেলতো!
কালাপানি নোনাজল অকূলপাথার
জয় করে নেওয়ার জানে সে সাঁতার।
বায়ুহিল্লোলের সাথে সাথে
- জল ভেঙে ভেঙে
বিস্তার ও প্রস্ফুটন হয়েছে দিগন্তে
তাঁর স্বপ্নজগৎ হয়েছে পরিব্যাপ্ত।
সারেং! সে আজ আধোঘুমে
- আধো জাগরণে,
মৃগতৃষ্ণা নিয়ে ফিরে এসেছে কোথায়?
সে রূপান্তরিত শিলা হয়ে পড়ে থাকবে
মরু এলাকায়
কোন্ ঋতু থিতু হয়ে আছে!
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো।