নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
বিদেশিনী, তুমি মায়ায় ভরা মধুরিমা,
তোমার ছোঁয়ায় যেন পেয়েছি জীবনের মহিমা।
চোখে চোখ রাখতেই যেন পেয়েছি স্বর্গের দেখা,
তোমার হাসির আলোর মাঝে হারিয়ে ফেলি রেখা।
তোমার স্পর্শে হৃদয় গলে নদীর মতন,
তোমার ছোঁয়ায় মন ভরে ফাগুনের সুবাসে।
তুমি আসবে বলে প্রতিদিন আমি থাকি অপেক্ষায়,
তোমার অনুপস্থিতিতে বুকের ভেতর শুধু হাহাকার ছায়া।
তোমার ভালবাসা যেন অমৃতের সুধা,
তোমার স্মৃতিতে হারিয়ে যাই দিনের পর দিন।
তুমি আমার চোখের মনি, তুমি হৃদয়ের রাজকন্যা,
তোমার ভালোবাসায় আমি সন্ন্যাসী, সব ভুলে থাকা এক পাগল স্রোতা।
বিদেশিনী, তোমাকে ভালবেসেছি অগোছরে,
তোমার ভালবাসার প্রত্যাশায় থাকি কুয়াশায়।
তুমি আমার স্বপ্নের রাজকন্যা, হৃদয়ের দিওয়ানা,
তোমারি প্রেমে সিক্ত আমি, তোমারি ভালোবাসায় নিত্যদিনের গায়ক।
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:২৯
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ , দেশে তো নাই সে ৬ বছর ধরে , তাই বিদেশিনীর আশেপাশে বসবাস , তাই দেশী চাইলেও পাওয়া খুব মুশকিল !
২| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার স্পর্শে হৃদয় গলে নদীর মতন,
তোমার ছোঁয়ায় মন ভরে ফাগুনের সুবাসে।
..................................................................
হৃদয়ের মাঝে নারীর স্পর্শে এভাবে ভালোবাসা গড়ে উঠে
তবে আফসোস,এই নারীর হৃদয় ঘাত প্রতিঘাতে একসময় কঠিন হয়ে
ঊঠে, তখন ভালোবাসার মানুষ পাগল হয়ে ,
রাস্তায় ঘুরে ফিরে ।
২৩ শে জুন, ২০২৪ রাত ১২:০২
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: স্বপ্নের শঙ্খচিল, আপনার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল। আসলেই, নারীর স্পর্শে ভালোবাসার যে অনুভূতি গড়ে ওঠে, তা যেন ফাগুনের সুবাসে ভরা বসন্তের মত। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা আমাদের অনেক সময় শক্ত হতে বাধ্য করে। ভালোবাসার মানুষ যখন পথ হারিয়ে ফেলে, তখন হৃদয় জুড়ে কেবল একটাই আশা, আবার ফিরে আসবে সেই ফাগুনের দিন। ভালোবাসার পাগল মন ঠিকই পথ খুঁজে নিবে।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দেশী হলে সমস্যা কী। বিদেশিনিরা তো এখন টানে চলে আসে। একদিন আসবে হয়তো
সুন্দর হয়েছে কবিতা