![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
তুমি কি জানো, তোমার স্পর্শটা কেমন?
একটা শান্ত নদীর মতো, যার জলে চাঁদের আলো পড়ে—
নরম, মোলায়েম, গভীর।
আমি যখন তোমার দিকে তাকাই,
তখন পৃথিবীর কোলাহল থেমে যায়,
শুধু অনুভব করি একরাশ নির্ভরতা,
যেন গোধূলির আলোয় হারিয়ে যাওয়া এক শান্ত বিকেল।
তুমি যখন নীরবে থাকো,
তোমার নীরবতার শব্দ আমার ভেতরে বাজে,
বৃষ্টি যেমন মাটিতে পড়লে
সেখানে এক চিরসবুজ ভালোলাগা জন্ম নেয়।
তোমার সেই নীরবতা আমায় পলকহীন করে রাখে,
যেন শত কথার ভিড়েও একমাত্র ভাষা হয়ে ওঠো তুমি।
তুমি কি জানো, তোমার ছোঁয়া কেমন?
একটা পুরোনো শিউলি ফুলের গন্ধের মতো,
যা শরতের সকালে নিঃশব্দে হৃদয়ে মেখে যায়।
তোমার কোমলতাই আমার আশ্রয়,
তোমার অস্তিত্বেই আমার সকল প্রশান্তি।
তাই আমি তোমার তুলনা খুঁজি না,
কারণ তুমি তুলনাহীন—
তুমি একমাত্র,
তুমি হৃদয়ের মায়া হয়ে রয়েছো চিরদিন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪২
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: আপনাদের অনুপ্রেরণা সত্যি খুব অসাধারণ , ধন্যবাদ আপু
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৬
মায়াস্পর্শ বলেছেন: মন ছুঁয়ে গেলো। দারুন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৪
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৯
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর ভালো লাগলো কবিতা
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪০
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর উপমা
ভালো লাগলো কবিতা