![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
পৃথিবীটা এখন প্রতারণার মঞ্চ। যাদের আমরা ‘আপন’ ভেবে বুকের ভেতর জায়গা দিই, সময়ের শেষে তারাই বুকে ছুরি বসিয়ে দেয়।
বাস্তবতা এতটাই নির্মম যে আজকাল কেউ কারো নয়—সবাই অভিনয়ের মুখোশ পরে বাঁচে। বিশ্বাস করা এখন যেন বোকামি, আর কারো পাশে দাঁড়ানো মানে নিজেকে প্রস্তুত রাখা একটা নতুন আঘাতের জন্য।
দিনশেষে এমন একটা সময় আসে, যখন নিজেকেই চিনতে কষ্ট হয়। মনে হয়, আমি হারিয়ে গেছি… পরিচিত পথগুলো আজ অচেনা। বুকের মধ্যে হাহাকার জমে, কান্না আসে, কিন্তু বলতে পারি না কাউকে। কারণ যারা কাঁধে মাথা রাখার কথা, তারাই তো ছিলো প্রতারক।
তাই আজ আকাশের দিকে তাকিয়ে শুধু বলি,
“হে আল্লাহ, আপনি ক্ষমা করুন… আপনি জানেন, কারা কেমন অভিনয় করেছে, কে কীভাবে কষ্ট দিয়েছে। আমি মানুষ, ভুল করেছি, কিন্তু কাউকে কষ্ট দেইনি ইচ্ছে করে।”
এই জগতটা এখন বিশ্বাসঘাতকতায় পূর্ণ। প্রতিদিন নতুন রূপে প্রতারণা আসে। আমরা সুখ খুঁজতে যাই—কিন্তু পাই শুধু কষ্ট, অবহেলা আর ধোঁকা।
পুরুষ হয়ে জন্ম নেওয়া মানেই যেন কিছু না বলেই সব সহ্য করা। কারো দায়িত্ব, কারো অবহেলা, কারো অবিচার—সব কিছু বুকে পাথর বানিয়ে চলতে হয়।
তাই আজ নিজেকেই বলতে হয়:
“পুরুষ মানে শক্ত মন। আর শক্ত মন মানেই একা যুদ্ধ করা, কারো বোঝা না হয়ে কারো বোঝা হয়ে বাঁচা।”
১২ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫২
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য জন্যা
২| ১০ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যি কথা।
১২ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৩
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: আপনাকে ধন্যবাদ ,ও শুভকামনা রইলো ।
৩| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: বেশ অভিজ্ঞ মানুষ আপনি।
১২ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৩
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: পুরুষ মানুষ অভিজ্ঞতা না থাকলে চলে?
ধন্যবাদ আপনাকে
৪| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
কামাল১৮ বলেছেন: যার যেমন অভিজ্ঞতা তার জীবন তেমন।তার প্রকাশ তার অভিজ্ঞতার ফসল।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৪
এইচ এন নার্গিস বলেছেন: একেবারে সত্যি ।