নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

আজ আমি রাঁধুনী

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৫২



জানো, আজ না আমি রেঁধেছি !

তোমার শিখিয়ে দেওয়া রেসিপিটা

যেভাবে বলেছিলে , ঠিক সেভাবেই।



লবনটা একটু বেশী হয়েছে হয়তোবা,

হয়তোবা মরিচের পরিমনাটাও পরিমান মতো হয়নি।

তাতে কী ! তবুও তো তোমার প্রিয় রেসিপি !

তাই পরখ করেছি চোখ বুজেই।



খাবার টেবিলের পানিশূন্য জগটা-

হা করে তাকিয়ে ছিল আমার চোখের দিকে,

হয়তো সে আমার হৃদয়শূন্যের কাহিনীটা

আঁচ করতে পেরেছে তার হৃদয় দিয়ে।



পাশের শুকনো চেয়ারটা কী বলে জানো ?

বলে, তার নাকি খুব একা একা লাগছে

যাত্রিহীন স্টেশনে পড়ে থাকা চেয়ারের মতো,

তার অস্তিত্ব নাকি এখন ওজনহীন।



টেবিলে রাখা তোমার কেনা প্রাণহীন ফুলগুলো বলে-

তার নাকি আজ মৃত মৃত লাগছে,

কাগুজে ফুলের মত

একদিন আগেও নাকি তার রস ছিল, ভরা যৌবন ছিল।



একটা পূরুষ কখন রাঁধে জানো ?

তার প্রিয়তমার সাথে খেলার ছলে

অথবা তার একাকীত্বে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: একাকিত্বের কবিতা। গহীন রাতে । ভাল :)

২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৫

পার্থ তালুকদার বলেছেন: হা হা... একটু ট্রাই করলাম !!

গহীন রাতের অভিনন্দন রইল।

৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো হয়েছে, একাকীত্ব কেটে গেলে প্রিয়তমা পেলে পড়ে শুনাবেন!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:১৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ অভি ভাই .....।
তাই যেন হয় !

৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:৩৪

কোজাগরী চাঁদ বলেছেন: ঠেকায় পড়লেও পুরুষ রাঁধে!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:৪৮

পার্থ তালুকদার বলেছেন: ঠিক কথা কইছেন ভাই সাহে্ব ।
আমার ব্লগে আপনাকে সুস্বাগতম ।

৫| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: রান্না ভালো হৈসে!

৬| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮

পার্থ তালুকদার বলেছেন: হইছে ভাই....
বাসায় আসার নিমন্ত্রন....

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
গল্পটা বেশ লাগলো। নিটোল আবেগে তরতাজা কবিতা !
ভালোলাগা জানবেন। শুভ কামনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.