নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

ধামাইল গানের তথ্য দিয়ে সাহায্য করুন ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

ধামাইলগান আমাদের লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ। বাংলাদেশের ভাটি অঞ্চল বিশেষ করে সিলেটের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মনবাড়ীয়া ও কিশোরগঞ্জ অঞ্চলে ধামাইল গানের জনপ্রিয়তা বেশ তুঙ্গে। আমার জন্মস্থান ধামাইলগানের সম্রাট শ্রী রাধারমণ দত্তের একই এলাকায় হওয়ায় ছোট বেলা থেকেই তাঁর গান শুনে শুনেই বেড়ে উঠেছি আমি।



তাছাড়া আমার দাদু শ্রী কাশীনাথ দাশ তালুকদারও কয়েকশত ধামাইল গান রচনা করেছেন। হয়তো এজন্যই ধামাইল গানের প্রতি আমার অন্তরে একধরনের দুর্বলতা সৃষ্টি হয়েছে। আর এরই টানে এই ধামাইলগানের উৎস, ধামাইলগানের লেখক, গানের বিন্যাস ইত্যাদি বিষয়বস্তু নিয়ে তিন পর্বের একটি প্রবন্ধ 'শিকড়ের টানে গাই ধামাইল গান' লিখেছিলাম। যা আমার ব্লগ সহ দুটি পত্রিকায় প্রকশিত হয়েছে।



কিন্তু তা বড়ই অপ্রতুল ।



তাই মনের মাঝে এবার একধরনের দুঃসাহস ধারন করেছি। ধামাইলগান নিয়ে এবার একটা বই বের করতে হবে (সম্ভাব্য আগামী একুশে বই মেলায় )!! বুকে অসীম সাহস নিয়ে এরই মাঝে মহাসমুদ্রে ভাঙ্গা নৌকা নিয়ে ঝাপিয়েও পড়েছি আমি।



কিন্তু সময় বড়ই নিষ্ঠুর।



ব্যস্ততম এক চাকরীর ফাঁদে পরে আমি রীতিমত হিমশিম খাচ্ছি। বইটিতে যেহেতু ধামাইলগানের উৎস, রীতিনীতি, প্রকারভেদ, গানের লেখক ও গান ইত্যাদি বিষয় ঠাঁই পাবে তাই আমাকে তা নিয়ে একটু পড়াশুনা করতেই হচ্ছে। কিন্তু এত সময় কই !



তাই আমার প্রিয় ব্লগারদের সাহায্য একান্তই প্রয়োজন।



আপনাদের কাছে কোন প্রকার ধামাইলগান, ধামাইলগান লেখক, মোটকথা ধামাইলগান সম্পর্কে যে কোন ধরনের তথ্য জানা থাকলে আমাকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আপনারা আমার সাথে মোবাইল অথবা ই-মেইলে যোগাযোগ করতে পারেন।



ই-মেইল ঃ [email protected]

মোবাইল ঃ ০১৯১৯-৮৮৬২২২



আর যারা ধামাইল নিয়ে আমার লিখা পড়তে চান তাদের জন্য--



Click This Link



Click This Link



Click This Link



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১

মামুন রশিদ বলেছেন: দারুণ ব্যাপার! আমি ধামাইল গান নিয়ে তেমন একটা জানিনা, তবু কোন তথ্য পেলে আপনাকে জানাবো । দুর্দান্ত এই কাজটা চালিয়ে যান । শুভকামনা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনার যে কোন ধরনের সহায়তা আমাকে অনুপ্রানিত করবে । আশাকরি পাশে থাকবেন।
ভাল থাকবেন আপনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.