নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অনুবাদক, গীতিকার, বিশিষ্ট পঞ্চায়েত কাশীনাথ দাশ তালুকদার-এর জন্মদিন আজ

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০১



গ্রামের নাম মেঘারকান্দি। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার একদিকে হাওর আর অন্যদিকে বিবিয়ানা নদী বেষ্টিত একটি নিভৃত পল্লী। একটি পল্লীগ্রামকে সংজ্ঞায়িত করতে যা যা উপাদান প্রয়োজন হয় তাই আছে এই মেঘারকান্দি গ্রামে। সহজ সরল মানুষ, বর্ষায় কাদামাখা আঁকাবাঁকা সরু রাস্তা, টিভি দেখার জন্য একই বাড়িতে জড়ো হওয়া, রাখালের বাঁশি, শার্টে ছোপ ছোপ কাদার দাগ নিয়ে স্কুলে যাওয়া কিশোর-কিশোরীর দল, সবই আছে এই নিরিবিলি গ্রামটায়।



এই মেঘারকান্দি গ্রামে ১৯১১ইং সালের ৮ই অক্টোবর জন্মগ্রহন করেন বাংলাদেশের প্রথম শ্রীমদ্ভাগবতের কাব্যানুবাদক, ধামাইল-সূর্যব্রত-বাউল সহ অসংখ্য গানের রচয়িতা, বিশিষ্ট পঞ্চায়েত শ্রী কাশীনাথ দাশ তালুকদার।

তাঁর বর্নাঢ্য ৬৯ বছরের জীবনে তিনি একাধারে ছিলেন শিক্ষক, পোষ্টমাষ্টার, হোমিও প্যাথিক চিকিৎসক, বিদ্যালয়ের আজীবন সহ-সভাপতি, এবং সু-বিচারক । নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন কয়েকটি স্কুল এবং পোষ্ঠ অফিস।

তবে জীবনের শেষ বছরটি তিনি পুরোটাই সাহিত্য সাধনায় ব্যয় করেছেন। তাঁর একবছরের সাহিত্য সাধানায় আমাদের প্রাপ্তি-

(১) শ্রীমদ্ভাগবত (কাব্যে অনুবাদ)

(২) শ্রী শ্রী কৃষ্ণ লীলা কীর্ত্তণ (বন্দনা, সূর্যব্রত, গোষ্ঠ ইত্যাদি সমন্বিত)

(৩) রাধাকৃষ্ণ লীলা সঙ্গীত (ধামাইল, মনশিক্ষা, ভজনও কালী মালসি সমন্বিত)



কাশীনাথ দাশ তালুকদারকে নিয়ে বিভিন্ন সময় প্রকাশিত পত্রিকা ও সাময়িকী ছাড়াও তাকে নিয়ে প্রকাশিত কয়েকটি বই-

(১) মহিমা তব উদ্ভাসিত (সম্পাদক, প্রমথেশ তালুকদার)

(২) স্মরণ (কাশীনাথ স্মৃতি সংসদ কর্তৃক প্রকাশিত)

(৩) কাশীনাথ দাশ তালুকদার-প্রণীত সূর্যব্রত সংগীত ও অন্যান্য (সুমনকুমার দাশ সম্পাদিত )

মহান এই পুরূষ একই গ্রামে ১৯৮০ সালের ২রা নভেম্বর মৃত্যুবরণ করেন।

তাঁর আজকের এই জন্মদিনে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

মামুন রশিদ বলেছেন: স্বর্গীয় শ্রী কাশীনাথ দাশ তালুকদারের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই আপনার প্রতিউত্তরের জন্য।

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

জাফরুল মবীন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

পার্থ তালুকদার বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫১

এ কে এম রেজাউল করিম বলেছেন: শ্রী কাশীনাথ দাশ তালুকদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

পার্থ তালুকদার বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ প্রিয়ব্লগার।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯

ডি মুন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই গুণী মানুষটিকে।।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

গুণীজনের প্রতি শ্রদ্ধা রইল ।।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

ডি মুন বলেছেন:
পার্থ ভাই, কি ব্যাপার!!!!!!!!!!!!

অনেকদিন ধরে কোনো পোস্ট দিচ্ছেন না কেন !!!

আপনার বিরুদ্ধে মামলা করতে হবে নাকি !!!! :-B B:-)



২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

পার্থ তালুকদার বলেছেন: হা হা ..।

এইবারের মতো মাফ করেন ভাই ।

হবু ভাবীর জন্য একটা শাড়ি পাঠিয়ে দিলাম !!

৭| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

ডি মুন বলেছেন:
ইশ মারলেন তো কলিজায় ঘা !!!!!!

আপনি না আসলেই একটা ইয়ে ।

কতো মানুষ বিয়ে করে সফল হয়ে গেল। আর আমার কপালে কিছুই জুটলো না । :(

আজই প্রবাসী ভাইয়ের সাথে আরব্য রমণীর ব্যাপারে চূড়ান্ত আলাপ করতে হবে।

আর আপনি তাড়াতাড়ি লেখা দেন। অনেকদিন বিশ্রাম নিচ্ছেন। এইটা কিন্তু ঠিক না :)

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: বড়ই গুনি:):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.