নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: বিদায় ভাষণ

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১



আজকের এই বৃষ্টিভেজা গোধূলিতে আমরা সবাই মিলিত হয়েছি আমাদের সম্মানিত স্যারকে বিদায় জানাতে। বিদায় চাকরি জীবনের একটা স্বভাবিক ঘটনা। আমাদের প্রত্যেকেরই এভাবে বিদায়ের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের পা দুটো একটা সময় থমকে যাবে, হাতদুটো নিস্তেজ হয়ে পড়ে থাকবে, নাসারন্ধ্রের নিশ্বাস বন্ধ হয়ে যাবে- আমরা আমাদের ঘটনাবহুল জীবন থেকেও একসময় বিদায় নিব ! It's a continuous process of life.

বন্ধুরা.......

আমার পূর্ববর্তী বক্তারা স্যারের কর্মময় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন। যেখানে প্রশংসাগীতি ছাড়া অন্য কোন গীত নেই। আপনারা মিথ্যাকে কথার মাধুর্য দিয়ে এমন ভাবে গোল পাকিয়েছেন মনেহচ্ছে এই পৃথিবী যেনো শুধুমাত্র সত্য দিয়েই আবৃত। স্বর্ব্বং সত্যং বিরাজ। আসলে কি তাই ? এই ধরাতে কি একটা মানুষও খারাপ কাজ করে না ? সবাই নিস্পাপ ?

হল ভর্তি শ্রোতারা নড়েচড়ে বসলেন। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছেন। হলরুমটা সুনসান নিরবতায় এতটাই আচ্ছন্ন হয়ে পড়ল যেন বিদ্রোহী কোনো সেনা সদস্য অস্ত্র তাক করে বলছে - টু-শব্দ করলেই ব্রাশ ফায়ার ! মানুষ অস্ত্রের চেয়ে কখনো কখনো কথা'কে ভয় পায় - এটাই যেন এই মুহূর্তের জ্বলন্ত উদাহরণ।

শুনুন বন্ধুগণ....

আমরা এখন মিথ্যাকে সম্মুখে মিথ্যা বলি না, খারাপকে সম্মুখে খারাপ বলি না, গুণগান করি। অসুন্দরকে সম্মুখে অসুন্দর বলি না, প্রসংশা করি। সত্যকে সত্য বলতে ভয় পাই। মনের বিপরীতে আমাদের এই বিরুদ্ধাচার যেন নিজের সাথেই প্রতারণার সামিল। আমরা অবিরত অভিনয় করছি আমাদের বোবা মনের সাথে !

প্রিয় সহকর্মীগণ....

আমাদের এই বিদায়ী স্যার প্রায় দশ বছর আমাদের সাথে কাজ করেছেন। আপনারা কি মনে করতে পারছেন যে উনি একটা দিন সময়মতো অফিসে উপস্থিত হয়েছেন। না, একটা দিনও না। উনি কি কোনো দিন আপনাকে জিজ্ঞেস করেছেন, আপনার বাচ্চাটা কেমন আছে ? স্বল্প বেতনে আপনার সংসার কেমন চলছে ? না, এরকম কোনো স্মৃতি মনে পড়ছে না আপনার !

বিদায়ী স্যার কাচুমুচু হয়ে চেয়ারে বসে আছেন। লজ্জায়, অপমানে শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। এমন এক কঠিন পরিস্থিতিতে পড়বেন তা সুদীর্ঘ চাকুরী জীবনে একবারের জন্যও কল্পনা করেন নি। এতদিনের যশ-মান-খ্যাতি সব যেন ধোঁয়ার মতো বাতাসের সাথে মিশে যাচ্ছে।

শুনুন বন্ধুগণ.....

এই স্যার কী করেছেন...দুহাতে কাড়িকাড়ি টাকা কামিয়েছেন। অফিসের জুনিয়র মহিলা সহকর্মীদের সাথে অশালীন ব্যবহার করেছেন। তাদেরকে অফিস টাইমের বাইরে স্বাক্ষাত করার জন্য জোর খাটিয়েছেন। ঘুষের জন্য ফাইল আটকে রেখেছেন দিনের পর দিন। আপনারা কি আরো শুনতে চান ?? আরো শুনতে চান আপনারা ? আপনারা তো সবই জানেন। বুঝেন।

এবার একটু থামলেন বক্তা। সামনের দিকে তাকিয়ে নিরবতা উপভোগ করলেন তিনি।

আসলে দোষ উনার না। দোষ আমাদের। আমার। আপনার। আমরা স্যারদের সান্নিধ্য পাওয়ার আশায়, করুণা পাওয়ার আশায় এতোটাই অন্ধ হয়ে যাই যে, আবর্জনাকেও পকেটবন্ধি করি। নর্দমায়ও গোলাপের তীব্র ঘ্রান পাই!

পয়ষট্টি বছরের বিদায়ী স্যারের চোখ দিয়ে টলটল করে পানি ঝড়ছে। শরীর কাঁপছে তার। অনুতপ্ত তিনি। কথাগুলো আগে শুনলে বড় উপকার হতো। নিজেকে তিনি পরিশুদ্ধ করার সময় পেতেন। এখন আর সেই সুযোগটুকু নেই। তিনি বুঝতে পারছেন, মিথ্যাকে যেমন মিথ্যা বলা প্রয়োজন, তেমনি প্রয়োজন সত্যের প্রশংসা। না হয় অন্যরা বিপদগামী হবে। একসময় পুরো পৃথিবী হয়ে যাবে মিথ্যাময়।

দর্শকসারির একজন ছিঃ ছিঃ করে উঠলেন। মুখ থেকে থুতুর দলা ফেললেন ওয়ালে। ওয়াক থু..... ওয়াক থু...
বিদায়ী স্যার অনুভব করলেন থুতুর দলাটা যেন তার শ্বেতশুভ্র ললাটের ঠিক মধ্যখানটায় পড়েছে। মনের অজান্তেই পকেট থেকে টিস্যু বের করে মুখটা মুছলেন তিনি।

মন্তব্য ২৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে কিন্তু পাঠক নেই।


ভালো থাকুন সবসময় সবখানে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

পার্থ তালুকদার বলেছেন: আনাড়ি লেখক, পাঠক পাবো কোথায়।
আপনিও ভালো থাকুন।
ধন্যবাদ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ভুয়া মফিজ বলেছেন: অসাধারন বললেও কম হয়ে যায়! মিথ্যা প্রশংসা চামচামির নামান্তর, আর এ জন্যই ক্ষমতাবানরা তাদের প্রকৃত অবস্থা বুঝতে পারে না। আপনার লেখায় এটা দারুনভাবে ফুটে উঠেছে। আমার আন্তরিক শুভেচ্ছা নিন।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা জানবেন।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ দাদা।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:





এই লেখাটা এর আগেও পড়েছি মনে হচ্ছে । বেশ পরিচিত ঘ্রাণ । তবে ভাষণটা বেশ শিক্ষণীয় । বেশ ভাল লেগেছে ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩

পার্থ তালুকদার বলেছেন: ফেবুতে পড়েছেন। আমার ফ্রেন্ডলিস্টে আছেন নিশ্চয়। :-)

ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: আহ এমন যদি আমাদের দেশে আসলেই হতো, যদি আমরা মিথ্যা প্রশংসা না করে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে পারতাম।
সবাই চাটুকারিতা করতে ব্যস্ত, সত্য বলা মানুষের খুবই অভাব আমাদের দেশে।
ভালো লেখা।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

পার্থ তালুকদার বলেছেন: এখন চাটুকারিতায় ভাসছে দেশ !

ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৭

ফাহমিদা বারী বলেছেন: বাঃ! বেশ মজা লাগলো গল্প পড়ে। ছোট করে যেন একটা বারুদ ভরা গোলা ছুঁড়ে দিয়েছেন।
সময় পেলে নির্বাচিত পোস্টের লেখাগুলো পড়ি। এডমিনদের প্রতি কৃতজ্ঞতা এই অপশনটির জন্য। ভালো লেখাগুলো সহজেই চিহ্নিত করার একটা সুযোগ পাই।
শুভকামনা। :)

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

পার্থ তালুকদার বলেছেন: ছোট করে যেন একটা বারুদ ভরা গোলা ছুঁড়ে দিয়েছেন। .. :D

ধন্যবাদ ফাহমিদা আপু ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: গল্পের টাইমিংটা দারুন হয়েছে!:)

যদিও জীবনের ইনিংসে আমাদের সত্য বলার টাইমিংটা অধিকাংশ সময়ই ঠিকঠাক হয় না!


++

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্য। ধন্যবাদ।



৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

রাতু০১ বলেছেন: লাভের আকাঙ্ক্ষা আদবকে নিছক চাটুকারিতায় পরিণত করে। কোনটা লাভ কোনটা লস তাই বুঝার ক্ষমতা আমাদের নাই। পোষ্ট প্লাস ।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

পার্থ তালুকদার বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর একটি গল্প বা কথামালা।। তবে যাই হোক এসব নিয়েই "আজ" আমরা আছি বেশ।। না থাকলেই কেন যেন ব্যার্থতার নাগরিক বলে মনে হয়।।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকবেন।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৫

জেন রসি বলেছেন: আশেপাশের মানুষের মদদ ছাড়া আসলে কেউ একা অন্যায় করতে পারেনা। ভালো লিখেছেন।






২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

পার্থ তালুকদার বলেছেন: ঠিক তাই।

ভাল থাকবেন রসি ভাই।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ নীলপরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.