নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ পাগলের আক্ষেপ

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮



শুয়োরের বাচ্চাটার ডান হাতটা আগে কেটে ফেল।
- জ্বী ওস্তাদ।
এমনভাবে কাটবি যেন কোন সাউন্ড না হয়। কচ করে কেটে ফেল।
- জ্বী ওস্তাদ। কোন সাউন্ড হইবো না।
এবার বাম হাতটা কাট। কেটে হাত দুইটা ঝুঁড়িতে রেখে দে।
- রাখতাছি ওস্তাদ।

এবার প্রথম গলা কাটবি নাকি বুকটা কাটবি রে ?
- প্রথম গলাটা কাটি ওস্তাদ। গতবার তো আপনি আমারে দিয়া গলাটা কাটাইলেন না। শুক্কুররে দিয়া কাটাইছিলেন।
- কাট কাট। এবার তুই কাট। তবে সাবধানে। এইটা কিন্তু এতো সহজ না। গলা কাটলে কিন্তু হাত-পা কাইপা উঠে।
- জ্বী ওস্তাদ। আমারে চান্সটা দিয়া দেখেন, দেইখেন আমি ঠিকই পারুম।
হুম এবার তাইলে বুকটা কেটে ফেল তুই।

বুকটা কাটতে গিয়ে থেমে যায় কাদের শেখ। ইতস্তত করে। তার হাতটা যেন কেঁপে উঠে।

আচ্ছা ওস্তাদ, মানুষের বুকটা আল্লাহ কি দিয়া তৈরী করছে ? মানুষের বুকের মধ্যে কি কি থাকে ?
- এতসব জানি নারে। তবে এই বুকের মধ্যে থাকে প্রেম, ভালবাসা, সুখ-দুখ, চাপা কষ্ট ইত্যাদি। কেনো রে, তোর কী হইছে ?
- না ওস্তাদ, বুকটা কাটতে যেন কষ্ট হইতাছে আমার। আমার বুকটাতে যেন ঠাডা পড়তাছে এখন। আগুন জ্বালা ঠাডা।

আরে বেটা কাট কাট। এসব চিন্তা কইরা কাজ হইতো না। মন দিয়া কাট। সাবধানে কাট।

পাড়ার রাতজাগা পাগলটা রাস্তায় দাঁড়িয়ে নিরবে ঘরের মধ্যকার কথোপকথন শুনছে। দরজার ফাঁক দিয়ে সে দেখার চেষ্টা করলো, আসলে কী ঘটছে ঘরটায়। কয়েকবার চেষ্টা করেও যখন পারলো না তখন তার নিজের পাগলামোর জন্য নিজেকে তিরস্কার করলো সে। মিটিমিট করে হাসলো কিছুক্ষণ। তার মনে পড়লো সে যখন স্কুলে পড়তো তখন তার এক শিক্ষক এই রকম একটা গল্প বলেছিলেন। যেখানে লোকটি কপাট লাগানো ঘরে এমন কথোপকথন শুনে পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ এসে দরজা খুলে বিস্ময়ে তাকিয়ে ছিল, একে অন্যের দিকে। বোকামির জন্য ঐ লোকটাকে গ্রেফতার করেছিল তারা। আসল ঘটনা ছিল ঘরটাতে এক দর্জি তার সহকারীকে শার্ট কাটা শিখাচ্ছিল তখন !

পাগলটা মুচকি হাসে। নিজেকে বাহবা দেয়, আমি পাগল হতে পারি, তবে এতোটা বোকা নই। তারপর একসময় আনমনে হেঁটে চলে অন্ধকারে, গভীর নিকষ কালো অন্ধকারে মিলেয়ে যায় রাতজাগা পাগলটা।

নয়া যৌবনপ্রাপ্ত সূর্যটা উঁকি দিয়েছে শহরের পূর্বকোণে। ঘুমকাতর চোখে আকাশ সমান স্বপ্ন নিয়ে কাজের সন্ধানে ঘর ছাড়ে মানুষ। পাড়ার ঐ নির্জন ঘরের মেঝেতে লেগে আছে ছোপছোপ রক্তের দাগ। সাঁইরেন বাজানো পুলিশের গাড়ি কাঁপিয়ে দিচ্ছে পুরো শহর, ঘুমন্ত শিশুদের অবুঝ মন।

পাগলটা দূরে দাঁড়িয়ে দু'হাতে অনবরত নিজের বুকে আঘাত করছে। চোখ দুটা ছলছল করছে তার। সে বিড়বিড় করে বলছে, আমি পাগল, আমি বোকা, আমি পাগল........

ছবি-গুগল

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০

ফয়সাল রকি বলেছেন: আমি পাগল, আমি বোকা, আমি পাগল .....
দুঃখজনক.

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ রকি ভাই ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

করুণাধারা বলেছেন: ভাল ছোট গল্প লিখেছেন।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

পার্থ তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

জেন রসি বলেছেন: সিম্বলিক! পাগলটা এমন এক সত্ত্বা যা প্রতিটি মানুষের ভেতরই বাস করে।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

পার্থ তালুকদার বলেছেন: সে বিবেচনায় আমরা সবাই পাগল ।

ধন্যবাদ রসি ভাই।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক প্রকার ভাল লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার ভাই।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০

যূথচ্যুত বলেছেন: গুড ওয়ান :)

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

পার্থ তালুকদার বলেছেন: :)
ধন্যবাদ ।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা অনেকেই পাগল , ভিরুও বটে!

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

আশরাফুল এষ বলেছেন: বাহ ্‌,বেশ লিখেছেন

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগল (ছড়া)

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

পার্থ তালুকদার বলেছেন: -)

৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: আসল ঘটনা ছিল ঘরটাতে এক দর্জি তার সহকারীকে শার্ট কাটা শিখাচ্ছিল তখন !
ভালো লাগল।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

লিটন কুমার সরকার বলেছেন: ভাল লাগলো দাদা।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২

পার্থ তালুকদার বলেছেন: ব্লগে স্বাগতম ।
ধন্যবাদ ।

১১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: এই বোধটা নিয়েই আমরা মানুষ।।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

পার্থ তালুকদার বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন...চলতে থাকুন ++++

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো হইছে। এক গল্পের ভিতরে আরেক গল্প।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

পার্থ তালুকদার বলেছেন: একের ভিতর দুই !!
ধন্যবাদ জুলিয়ান ভাই।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

তারেক ফাহিম বলেছেন: পাগল ছাড়া দুনিয়া চলে না

গল্পের হিসাব মতে আমাদের ভিতরেও একেকটা পাগল লুকায়িত আছে।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

পার্থ তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ তারেক ভাই।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ভালো লাগলো অনেক। চলতে থাকবে।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল লেগেছে

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ লিখছেন।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ রাজপুত্র !!

১৮| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

আমি ইহতিব বলেছেন: দারুণ। মুগ্ধ হলাম।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: পার্থ তালুকদার ,



গল্পে একদম কচ করে বুকটা কেটে ফেললেন । চমৎকার !

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:০৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই।
ভাল থাকবেন।

২০| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: বেশ ভালো লাগল।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই।

২১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: প্রতীকময় গল্প । ভাল লাগ ল।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

পার্থ তালুকদার বলেছেন: আপনার বন্ধুরে নিয়া গল্প লিখছি। ভাল না লাগলে হবে !!

হা হা হা

২২| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: গুড ওয়ান! শেষের টুইস্টটা ভালো ছিলো!

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.