নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: ছবি

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮



রহমত আলী যখন তার তৃতীয় বিয়েটা সেরে ফেললেন তার ঠিক আড়াই মাসের মাথায় প্রথম ঘরের স্ত্রী তার একমাত্র সন্তান জলিকে রেখে মারা যান। কেউ কেউ অবশ্য বলাবলি করে তিনি মারা যাননি, মারা হয়েছে। সে অনেক কথা। গহীন রহস্যের বেড়াজাল ।

আজ জলি'র বিয়ে। চোখে-মুখে তার রঙিন শাড়ির মতোই জ্বলজ্বল করছে রাঙা স্বপ্ন। জলি একদিন পণ করেছিল বিয়ের পর এই নরক সংসারের ত্রিসীমানায় একদিনের জন্যও পা ফেলবে না । সেই পণ নিয়েই কেঁদে কেঁদে বাবার বাড়ি ত্যাগ করলো সে।

রহমত আলী যখন মেয়েকে বিদায় জানিয়ে নিজের ঘরে ফিরে এলেন তখন খেয়াল করলেন ঘরের একটা দেয়াল ফাঁকা ফাঁকা লাগছে। তিনি কিঞ্চিত চমকে উঠলেন।পরমুহূর্তে একটু স্বস্তি পেলেন। ওহ্.. তাহলে এটা জলি'র কাজ !

জলি'র মায়ের ছবি।ঐ দেয়ালটাতে টাঙানো ছিল। ছয় বাই পাঁচ ইঞ্চির ফ্রেম। অস্পষ্ট। সাদাকালো।

রহমত আলী ঠোঁট বাঁকা করে হাসলেন। সমাজের দৃষ্টি এড়িয়ে এতদিন তিনি যে ছবিটা নামাতে সাহস করেননি তা আজ তার অজান্তেই নেমে গেল বলে !!

ছবি-গুগল

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: Very Short Story

Well.

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ওমেরা বলেছেন: ছোট হলেও আমার খুব পছন্দ হয়েছে । ধন্যবাদ ।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ব্লগার।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


প্লটের পরিপ্রেক্ষিতে এ রকম কিছু ঘটলে সেটাকে গল্পের অংশ হিসেবে নেয়া সম্ভব; তবে, প্লটের শুরু ও শেষের মাঝে পার্থক্য "লিমিট ডেলটার" সমান, যা কালকুলাসের ব্যাপার স্যাপার, এমনিতে চোখে পড়ার কথা নয়; গল্পে মাংস থাকার দরকার আছে।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

পার্থ তালুকদার বলেছেন: বেশী মাংস খেলে সমস্যা হতে পারে তাই মাঝে মধ্যে সবজি খাওয়া উচিত।

আমি জাস্ট একটা ছবিকে কেন্দ্র করে একটা লোকের মনের ভেতরের খারাপ দিকটা তুলে ধরার চেষ্টা করেছি। এতটা ক্লাইমেক্স আনার ইচ্ছা হয়নি। কে কিভাবে অনুধাবন করলো তা তার বুঝার উপর নির্ভর করবে। লিমিট ডেলটার দরকার নেই।
ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:




ভাল লেগেছে গল্পের ভেতরের আলাপ ।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি কি ব্লগার এরিস?

উনার একটা পোস্টে এই ছবিটি পেলাম- view this link

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

পার্থ তালুকদার বলেছেন: না ভাই, আমি এরিস না।

ছবিটা গুগলে সার্চ করে নিয়েছি। এখন দেখলাম উনার পোস্টে ছবিটা আছে। এটা কাকতালীয় ব্যাপার।
ধন্যবাদ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

রাসেল উদ্দীন বলেছেন: এতো ব্যাস্ত হলে কি চলবে? আরো বড় করে লেখেন!

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

পার্থ তালুকদার বলেছেন: হা হা ...
ব্যস্ততা আমাকে দেয় না অবসর ..

বড় গল্প আছে ভাই। ছোট গল্প লিখার চেষ্ট করছিলাম ..
ধন্যবাদ।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: তাহলে, ছবিটি'র কপিরাইট আছে। আপনাকে সঠিক রেফারেন্স দিতে হবে লিংক-সহ।

ব্লগীয় নীতিমালায় লেখা আছে-

৩চ. যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসে, আমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত।

বুঝতে পারার জন্যে ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আবেগ আর দায়মুক্তি নিয়ে অনুগল্প বেশ হয়েছে।।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

আরণ্যক রাখাল বলেছেন: ধারালো, ছোট, গল্প।
এভাবে শেষ হবে, ভাবিওনি। সে জন্যই বোধহয় অনুগল্পকে সবচেয়ে আনপ্রেডিক্টেবল বলা হয়

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

পার্থ তালুকদার বলেছেন: মাথায় আসলো। তাই লিখে ফেললাম আরণ্যক ভাই। ভাল লাগলো জেনে খুশি হলাম।

ধন্যবাদ।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: গল্প বলার ভঙ্গিমাটি নান্দনিক ।

শেষ লাইনে চমকটি উপভোগ্য ।

শুভ কামনা



০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

পার্থ তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

ভাল কাটুক সময়।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সাধু ভাই।

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

ফয়সাল রকি বলেছেন: স্পর্শকাতর।
+++

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.