নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : পাসওয়ার্ড

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০



মফিজ সাহেব তার কোম্পানির সিকিউরিটি স্পেশালিস্টকে ডেকে বললেন- মুক্তার সাহেব, আমি তো কোম্পানির সিকিউরিটি নিয়ে খুবই চিন্তিত। বিচলিত। আপনি জানেন কিছুদিন আগেও দেশের ফাদার ব্যাংক থেকে হ্যাকাররা কয়েকশো কোটি টাকা চুরি করে পালিয়েছে। তাই আপনি এক কাজ করুন। আমাদের কর্মকর্তাগণ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে কিনা তা একটু যাচাই করে দেখুন।

- জ্বী স্যার। আমি আজকের মধ্যেই তা যাচাই করছি।
- আরেকটা কাজ করবেন। পাসওয়ার্ডগুলো আপনি দুইটা ভাগে ভাগ করবেন। মহিলাদের একটা, পুরুষদের একটা।
- জ্বী স্যার।

মফিজ সাহেব পাসওয়ার্ডগুলো নিয়ে বাসায় ফিরলেন। প্রথমেই তিনি পুরুষদের শীটটা বের করলেন। তিনি দেখতে পেলেন ওদের পাসওয়ার্ড মেয়েদের নামে সয়লাব হয়ে আছে। কয়েকজন মেয়ে আছে যারা এই অফিসেই চাকরি করছে।
যেমন-
নেহা ১৭, রুপা ১৬, লাভলি লাভ ইউ, মিস ইউ মনিকা, মেরি মি মাহিয়া, ইত্যাদি ইত্যাদি।

এবার তিনি মহিলা কর্মকর্তাদের পাসওয়ার্ড শীট বের করলেন। কিছু পাসওয়ার্ড দেখে তার ঠোঁটে মুচকি হাসির চঞ্চল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন তাদের পাসওয়ার্ডেও ছেলেদের নাম রয়েছে তবে তারা অন্য জগতের।
যেমন-
সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, আমির খান।

আরো আছে- লাল শাড়ি, নীল গাউন, নেকলেস, ইত্যাদি।

সব শেষের পাসওয়ার্ডটা দেখা মাত্রই তার মাথাটা যেন হাজার ভোল্টের বজ্রপাতের আগুনে ঝলসে উঠলো । শরীরটা যেন কাঁপতে শুরু করলো তার। তিনি কর্মকর্তাদের সাথে এমন কোনো খারাপ ব্যবহার করেন না যে, কেউ এমন একটা পাসওয়ার্ড দিতে পারে। তিনি তার সিকিউরিটি অফিসারকে ফোন করলেন। জানতে চাইলেন এই পাসওয়ার্ডটা কে ব্যবহার করে। অফিসার জানালো- এটা ম্যাডাম ব্যবহার করেন স্যার।
- ম্যাডাম! কোন ম্যাডাম ?
- স্যরি স্যার, আপনার Wife !

সোনালি ফ্রেমের চশমাটা চোখে দিয়ে তিনি পাসওয়ার্ডটা আবারো পড়ার চেষ্টা করলেন। I hate u mofiz !

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ চমক মফিজ সাহেবের জন্য।

গল্পটা আরও বড় হলে ভাল হত।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

পার্থ তালুকদার বলেছেন: গল্পটা আরও বড় হলে ‘বড় গল্প’ হয়ে যাবে তাই । :)

ধন্যবাদ ভাই।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

জনৈক অচম ভুত বলেছেন: মফিজ সাহেবের ইজ্জত হ্যাক হয়ে গেল! 8-|

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

পার্থ তালুকদার বলেছেন: হা হা :D

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

বাকরখানি বলেছেন: good one.

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

আল ইফরান বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো পড়ে :)

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

পার্থ তালুকদার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


সর্বশেষ পাসওয়ার্ড, "নেকলেস"?

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

পার্থ তালুকদার বলেছেন: I hate u mofiz !

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মাআইপা বলেছেন: গল্প ছোট কিন্তু অনেক কিছুই আছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখজনক ব্যাপার!

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

পার্থ তালুকদার বলেছেন: দুঃখজনক বটে।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যিই দুঃখজনক ব্যাপার,
আমরা কি কখনো ভেবে দেখেছি
যাকে আমরা আপন জানি
সে আমাকে কেমন জানে?
মফিজের জন্য করুণা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

পার্থ তালুকদার বলেছেন: সত্যি তাই। আমরা অনেককেই চোখবন্ধ করে ভালবাসি।
ধন্যবাদ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: রম্যে মুগ্ধ।
সত্যি অনেক স্ত্রীর লোচনে স্বামীকে আজীবন মফিজ হয়ে বেঁচে হয়।

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

শামচুল হক বলেছেন: রম্য লেখা ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

পার্থ তালুকদার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

সামিয়া বলেছেন: আহাহা কি সুন্দর পাসওয়ার্ড

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

পার্থ তালুকদার বলেছেন: হা হা ....। :)

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

তারেক_মাহমুদ বলেছেন: সেই রকম পাসওয়ার্ড,মফিজ সাহেবের জন্য সমবেদনা

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

পার্থ তালুকদার বলেছেন: মজার পাসওয়ার্ড :)
ধন্যবাদ ভাই।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২

পার্থ তালুকদার বলেছেন: হি হি. :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.