নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : পা

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫



লেজ খসে পড়া বাচ্চা টিকটিকিটা স্বচ্ছন্দে দেয়ালে পায়চারি করছে। তার শরীরের একটা অংশ নাই হয়ে গেছে অথচ এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ভিন্ন গোত্রের পোকামাকড় শিকার করে অনায়াসে দিন যাপন করে যাচ্ছে। সে এ দেয়াল থেকে ও দেয়ালে যায়। এমনকি এই রুম থেকে ঐ রুমে।

বাচ্চা টিকটিকির মা তার পিছুপিছু লেগেই আছে। ভয়, কখন না দেয়াল পিছলে পড়ে যায় সমান্তরাল মেঝেতে। মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে হঠাৎ থেমে যায় জীবনের গতিপথ।

শেফালী বেগম টিকটিকির সাথে খেলার ছলে তার একমাত্র পুত্রের মুখে তোলে দেন রাতের খাবার। দুপুরের খাবার। টিকটিকির খেলা দেখে শিশুপুত্র খিলখিল করে হাসে। মুখে গুঁজা খাবার টপটপ করে গিলে তখন। তার মা তাকে কোলে নিয়ে টিকটিকির নাচন দেখান। কোলে নিয়ে জানালা খুলে রাতের চাঁদ দেখান। বলেন, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা....

টিকটিকি ক্ষণে হাটে, ক্ষণে দৌঁড়ায়। তিড়বিড়িয়ে তাকায় এদিক সেদিক। শেফালীর বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। পৃথিবীটা যেন অসাড় লাগে তার। ডাক্তারের রাশভারী কন্ঠস্বর ক্ষণেক্ষণে তার কানে ভেসে উঠে।

-দুঃখিত ম্যাডাম, আপনার বাচ্চার হাটার সম্ভাবনা আর একেবারেই নেই !


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্টের

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

পার্থ তালুকদার বলেছেন: আসলেই কষ্টের ।
ধন্যবাদ

২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

তারেক_মাহমুদ বলেছেন: একজন মায়ের হাহাকারের গল্প।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ তারেক ভাই ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অল্প কথায় চমৎকার একটি গল্প হয়েছে।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ব্লগার !

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

*** হিমুরাইজ *** বলেছেন: অনুগল্প ভাল হয়েছে।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ হিমুরাইজ !

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কষ্টের গল্প! বিষণ্ণতায় ভরে গেল মন। :(

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

পার্থ তালুকদার বলেছেন: এমন কষ্ট যেন কারো জীবনে নেমে না আসে ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহারে! বাচ্চাটা হাটতে পারবে না কি কষ্টের কথা।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

পার্থ তালুকদার বলেছেন: এমন জীবন যেনো কারো না হয় ।
ধন্যবাদ সরকার ভাই ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: শেফালীর কষ্ট আমাকেও স্পর্শ করলো।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই ।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো মন্টাজ।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

জেন রসি বলেছেন: নিয়তি! মেনে নেওয়া আবার না নেওয়া!

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৭

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.