নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ বাজার বিড়ম্বনা

১১ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭



রাতদুপুরে ঠাসঠাস শব্দ দ্বিগুণ হয়ে পাশের রুমে ছড়িয়ে পড়বে জেনেও বেডরুমের দরজাজানালা জোরেশোরেই বন্ধ করলো কাকলি। রাগে শরীরটা তরতর করে কাঁপছে তার। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি বেঁধে বেঁধে মৃণালকে উদ্দেশ্য করে বলে-
তোমাকে কতো করে বললাম আমি কাতলামাছ পছন্দ করিনা, অথচ তুমি নিয়ে আসলে ইয়া বড় মাথামোটা কাতলামাছ। তুমি আবারো প্রমাণ করলে এই সংসারে আমার তিল পরিমাণও মূল্য নেই।

- আহা.. তুমি এমন করে বলো না তো কাকলি। বাজারে গিয়ে যখন কাতলামাছটা নজরে আসলো তখনই তোমার চেহারাটা আমার চোখে স্পষ্ট ভেসে উঠল।

কাকলি এবার চেঁচিয়ে উঠলো।
- তুমি কী বলতে চাও ? কী বলতে চাও তুমি? মাছের সাথে তুমি আমার চেহারার মিল খুঁজছো !
- আহা.. আমি এটা বলিনি তো। তুমি একদিন বলছিলে তোমার কাতলামাছ খুব পছন্দ। তাই....

কথা কেড়ে নেয় কাকলি। সে আরো উত্তেজিত হয়। পা কাঁপতে থাকে তার।
- শুনো মৃণাল, তুমি আমার সাথে চালাকি করো না। আমি তোমার চেয়ে কোনো অংশেই কম না। তুমিও বিএ পাশ, আমিও বিএ পাশ। সো নেভার আন্ডারএস্টিমেট মি....

মৃণাল চুপসে যায়। একটুপর মিনমিন করে বলে,
- তুমি দুটোই পাশ করেছো কাকলি। বিএ পাশও করেছো আবার বিয়েতেও পাশ করেছো। দূর্ভাগ্য আমার। আমি বিএ পাশ করলেও বিয়েতে পাশ করিনি। এমসিকিউতে সঠিক আনসার সিলেক্ট করতে পারিনি। তাই এই ফেল মারা।

মৃণালের কথা শুনে কাকলির মেজাজ আরো বিগড়ে ওঠে। দ্বিগুণ উত্তেজিত হয় সে। উত্তেজনা একসময় কান্নাতে বিলীন হতে থাকে।
- তার মানে আমাকে তোমার পছন্দ হয়নি। সিলেক্ট করতে ভুল করেছো ?
- আহা... আমি এসব মিন করিনি তো।
- চুপ। চুপ। আর একটা কথা বলো না। আমি সব বুঝি। সংসারের জন্য সাধআহ্লাদ সব সাগরে ভাসিয়েছি। তবুও এ সংসারে কোনো মূল্য নেই আমার !

গভীর রাতে মা-বাবার এমন চিৎকার চেঁচামেচিতে তাদের দুবছরের ছেলে সন্দীপের ঘুম ভেঙে যায়। হাউমাউ করে কাঁদতে শুরু করে সে।
পাশের রুমেই মৃণালের মা তার স্বামীকে চুপিচুপি বললেন, দেখো, দেখো তোমার ছেলে তোমার প্রতি কতটা কেয়ারিং। বাজার থেকে তোমার জন্য ঠিকই কাতলামাছ নিয়ে এসেছে।

মৃণালের বাবা বললেন, তোমার প্রতিও তার কেয়ারিং কম কিসের। তুমি টমেটো দিয়ে হালকা ঝুলে শোল মাছের চচ্চড়ি পছন্দ করো বলে কত্তবড় একটা শোল মাছ নিয়ে আসলো সেদিন !

দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠলেন। কিন্তু এমন অট্টহাসিকে গ্রাস করে মৃণালের বাবার মুখটা বিষন্নতায় ছুঁয়ে গেল। দুঃস্মৃতির অতীত মুহূর্তের মধ্যে তাকে ভাবিয়ে তুললো ।
- কি ব্যাপার, তুমি এমন গুমরো মুখে বসে আছো কেন ?

মৃণালের বাবা মুখ থেকে কথা বের করেও হঠাৎ থমকে গেলেন। মনেমনে শুধু এটুকুই স্মৃতিচারণ করলেন-

আহ! একসময় মা-বাবার পছন্দের মূল্য দিতে গিয়ে কত কটু কথা শুনতে হয়েছে আমার !

ছবিঃ গুগল

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১৩

লাবণ্য ২ বলেছেন: সুন্দর গল্প।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

২| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! এমন কাতলামাছ বলে বৌয়ের রুপকে খোঁচা দিলে, গোল তো একটু হবেই পার্থদা। বরাবরের ন্যায় আজও গল্প ভালো লাগলো ।

অনেক শুভেচ্ছা আপনাকে।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই ।
শুভেচ্ছা জানবেন।

৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৭

সাহসী সন্তান বলেছেন: গল্পটা ভাল! অনেকটা গতানুগতিক। সব সংসারেই এধরনের টুকটাক ঝগড়া ঝাটির ব্যাপার লক্ষ করা যায়। আমার কাছে তো বেশ ভালই লাগে। শুধু লক্ষ রাখতে হবে, প্রতিপক্ষ যেন এই ঝগড়াকে কেন্দ্র কইরা অতিরিক্ত ভায়োলেন্ট হয়ে খারাপ কিছু করে না বসে...

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান ভাই। ভালো থাকবেন ।

৪| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

প্রচলিত কাহিনী। তবুও ভাল লাগলো।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
আপনিও ভাল লিখেন।

৫| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

কাইকর বলেছেন: ভাল লেখনী

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ব্লগার !

৬| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:২৭

শামচুল হক বলেছেন: চমৎকার গল্প।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই !

৭| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৪

অচেনা হৃদি বলেছেন: ইতিহাসের পুনরাবৃত্তি ।

১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৮| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: স্রষ্টাকে বললাম, ‘দাম্পত্য কী?’
মুচকি হাসলেন তিনি, ‘প্রতিদিন চর্চা করে যাওয়া।’
‘কীসের চর্চা?’
‘সহনশীলতার, কষ্টের, আনন্দের, উদারতার, ত্যাগের, ভালোবাসার।’
‘বাকী থাকল কী আর?’
স্রষ্টা আবার মচুকি হাসলেন, ‘সব কিছু মিলেই ষোলকলা পূর্ণ হয় দাম্পত্যের, সম্ভবত জীবনেরও।’
পূর্ণতার বিহ্বলতা নিয়ে দুটো টুনটুনি ডেকে উঠল জানালায়।
আর কিছু না...।

১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্য রাজীব ভাই।
ধন্যবাদ

৯| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বাঙালি জীবন!

১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬

পার্থ তালুকদার বলেছেন: সুখের জীবন !

১০| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মৃণালেরা যুগে যুগে কথা শুনে যায় বাবা মার জন্য। এই ধারা কি বন্ধ হবে না?

১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭

পার্থ তালুকদার বলেছেন: হবে হবে..
সুখে দুঃখেই সংসার।

১১| ১২ ই জুন, ২০১৮ ভোর ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দাদা, আপনার গল্পটি আমার পছন্দ হয়েছে। তাই বার বার পড়বো। দয়া করে ড্রাফট করবেন না যেন। এখন তো আর কপি করে রাখা যায় না। গেলে কপি করে রাখতাম । আর পড়তাম।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।
গল্প ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভাল থাকবেন।

১২| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর মন্তব্য রাজীব ভাই।
ধন্যবাদ


ভালোবাসা নিরন্তর।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২

পার্থ তালুকদার বলেছেন: ভালোবাসা নিরন্তর !

১৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ হয়েছে গল্পটি।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২

শিখা রহমান বলেছেন: ছোট্ট গল্পে অনেকগুলো মেসেজ আছে। ভালো লেগেছে।

শুভকামনা ও ভালোলাগা রইলো।

১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা জানবেন।

১৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল লেগেছে পার্থ দা।

১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই !

১৬| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫২

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: তারপরও ভাই সংসার। চিরচেনা সংসার মৃণালেরটা সাথে ওর বাপেরটাও।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:০০

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১৭| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১০:২১

টারজান০০০০৭ বলেছেন: প্রামপারা !! !! (পরম্পরা) :((

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫

পার্থ তালুকদার বলেছেন: হা হা...
সুন্দর মন্তব্য।

১৮| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: কথায় কথায় - “ এ সংসারে আমার কোন মূল্য নাই, তুমি আমার জন্য জীবনে কিচ্ছুটি করোনি” ইত্যাদি বাক্যের অবসান হওয়া দরকার। কমন ডায়লাগ আর কতো ভাল লাগে সংসার জীবনে।
যা হোক, বাস্তবতার নিরিখে রচিত পিচ্চি গল্প অবসম্ভব রকমের ভাল লেগেছে । ধন্যবাদ জানবেন।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

পার্থ তালুকদার বলেছেন: পিচ্চি গল্প ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.