নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : কেনো তুমি আসনি

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭




-এই রিতু, রেডি হইছিস তুই ?
- হচ্ছি দোস্ত, হচ্ছি। এতো তাড়াহুড়ো করলে চলবে ! একটু সাজুগুজো করতে হবে না ! কপালে টিপ দিতে হবে, বাসন্তী রঙের শাড়ি পরতে হবে। আরো কত কী... নাকি এমনিতেই চলে আসবো বল !!
- না না... পর পর পর..

চঞ্চল আবার রিতুকে ফোন দেয়। তার আর দেরী সহ্য হচ্ছে না। সে হলুদ পাঞ্জাবীটা পরে বসে আছে।

- কিরে রিতু ! আর কতক্ষণ ?
- এইতো শেষ শেষ শেষ.....

চঞ্চল একটু পর আবারো রিতুকে ফোন দেয়। গম্ভীর স্বরে বলে,

- কী রে... আর কতো ?
- স্যরি দোস্ত । তোর সাথে আজ আর বের হইতে পারছি না।
- কেনো ?!!
- ঐ যে রুহেল ভাই আছে না, আমাদের ডিপার্টমেন্টের রুহেল ভাই, এই মাত্র উনি ফোন দিয়ে বললেন উনার সাথে একটু বের হইতে। কিভাবে না করি বল ! আফটার অল ডিপার্টমেন্টের বড় ভাই !!

চঞ্চল একটু পর আবারো রিতুকে ফোন দেয়। রিতু'র মিষ্টি কন্ঠের ন্যায় একজন সুকন্ঠি বলে ওঠে- দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব নয় !!

ফাগুনের প্রথম দিনে পাঁচ বছর আগের এই মুহূর্তটার কথা মনে পড়লে চঞ্চলের গা জ্বলে। তখন অবশ্য তাদের ভালোবাসাবাসি শুরু হয়নি। শুধু বন্ধুত্বই ছিল। তবে আজও সে রিতুর কাছে জানতে চায়- কেনো এমন করলে সে দিন ? কেনো তুমি আসনি ?

রিতু এটা বলে, সেটা বলে। তবে চঞ্চলের মনঃস্ফূর্ত হয় না। এবার সে চঞ্চলের হাত ধরে বলে- কথা বাড়িও না তো, চলো চলো...সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। বাবুকে নিয়ে পড়ার টেবিলে বসতে হবে না !!

চঞ্চল মাথা নাড়িয়ে বলে- হ্যাঁ..হ্যাঁ. চলো চলো। সূর্য ডুবার আগেই যে বাসায় ফিরতে হবে !!

চঞ্চল রিক্সায় উঠে রিতুর হাত ধরে মিনমিনিয়ে বলে- ও রিতু, বসন্তের ঐ দিনে কেনো তুমি আসনি ?

ছবি : গুগলমামা


মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

ঠ্যঠা মফিজ বলেছেন: কেন সেদিন সে আসেনি।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

পার্থ তালুকদার বলেছেন: এটাইতো কথা .... :-)

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর গল্পটি পাঠে ভালই লাগল। তবে পড় শব্দটা এটু দেখে নিবেন।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ । ঠিক করে নিলাম । :-)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: আহা !!!!

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ভালো করেছে আসে নাই, তাহলে সেইদিন ই শেষদিন হত।
সেদিন আসে নাই বলেই এখন আছে :)

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

পার্থ তালুকদার বলেছেন: হা হা..।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপা।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

মাহমুদুর রহমান বলেছেন: গল্পে ভালো লাগা।

১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

পার্থ তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

পবিত্র হোসাইন বলেছেন:

এই নেন বন্দুক , আমাকে গুলি করেন আমি মরে যাই ।
এগুলা শুনলাম কেন ? :((

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

পার্থ তালুকদার বলেছেন: হা হা ....।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ।ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

পার্থ তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: মিষ্টি লাগলো! :-B

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ !

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কেনো আসেনি? এই প্রশ্ন তাদের জীবনে বহু রোমান্টিক মুহূর্তের জন্ম দেবে। বহু গল্পের জন্ম দেবে।

উপস্থাপন দারুণ হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

শিখা রহমান বলেছেন: মিষ্টি একটা গল্প। এমন কিছু প্রশ্ন, কিছু আকুলতা থেকে যায় বলেই ভালোবাসা বেঁচে থাকে।

শুভকামনা সতত!!

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ শিখা রহমান !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.