|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ইসকন একটি ধর্মীয় সংগঠন। হিন্দু ধর্মকে প্রচার প্রসারে কাজ করে। তবে এদের সাথে ব্রাহ্মণদের মতোবিরোধ আছে। ব্রাহ্মণরা যে নিয়ম নীতিতে ধর্ম পালন করে ইস্কন সেই নীতিতে ধর্ম পালন করে না। জাতপাতের ভয়ে ব্রাহ্মণরা যখন ভারতের বাইরে অহিন্দু অন্য কোন দেশে গমন করতো না তখন বিদেশের মাটিতে এই ইস্কনের জন্ম হয়। ব্রাহ্মণ্যবাদের সাথে পুরোপুরি মিল না থাকলেও যেহেতু রথযাত্রা, কীর্ত্তনসহ হিন্দু ধর্মের অনেক নিয়ম নীতি পালন করে থাকে সেইজন্য এই ইস্কন হিন্দু ধর্মের সংগঠন হিসাবেই পরিচিত। 
বর্তমানে বাংলাদেশে পাঁচই আগষ্টের পরে এই সংগঠনটি হিন্দু জনগণকে নিয়ে যে কার্যক্রমটি চালিয়েছে তা রীতিমতো প্রশ্নবিদ্ধ হয়ে পরেছে। ধর্ম প্রচারের আড়ালে রাজনীতির সাথে জড়ানো সাধারণ মানুষ পছন্দ করতেছে না। ইস্কন নেতাকে আটক করার পর ভারতীয় কিছু মিডিয়া আর বিজেপি নেতাদের লম্পঝম্প এদেশের মানুষের মনে আরো বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, ইস্কন কি ধর্মীয় সংগঠন না ভারত সরকারের এজেন্ট হিসাবে কাজ করছে।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১:৫৪
২৮ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১:৫৪
পবন সরকার বলেছেন: ভারতীয়দের লাফালাফি দেখে তো তাই মনে হচ্ছে।
২|  ২৮ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৫:৩২
২৮ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৫:৩২
মেঠোপথ২৩ বলেছেন: বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক দুর্বলতা আছে। উপদেষ্টা পরিষদে সঠিক লোকদের নেয়া হয়নি। কিছু হিন্দু ধর্মের উপদেষ্টা নেয়া উচিত ছিল। আওয়ামি হিন্দু সুবিধাভোগীদের বাদ দিয়ে যদি বাকি হিন্দুদের একত্রিত করা যায় তবে বর্তমান সরকারের কাজ অনেক সহজ হয়ে যাবে। ইস্কনদের বিতাড়িত তখন এই হিন্দুরাই করবে। সংখ্যালঘু গেইমও সম্পুর্ন বিফলে যাবে ।
  ২৮ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩২
২৮ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩২
পবন সরকার বলেছেন: ভারতের মিডিয়া যে ভাবে প্রচার করে সেই অনুযায়ী এই আন্দোলনে আবার না সাম্প্রদায়ীক দাঙ্গা লেগে যায়।
৩|  ২৮ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৯
২৮ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৯
রাজীব নুর বলেছেন: ইসকন সহজ সরল একটি সংগঠন।
  ২৮ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৩
২৮ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৩
পবন সরকার বলেছেন: ইসকন সহজ সরল কিন্তু দুএকজন মানুষের জন্য সমস্যা হয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪৪
২৮ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটি ভারত সরকারের এজেন্ট। এরা চট্টগ্রামকে ভারতভুক্ত করতে চায়। যেন চট্টগ্রাম বন্দরের সুবিধা পেতে ভারতকে বাংলাদেশের উপর নির্ভর করতে না হয়।