নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ভারতের মিথ্যা তথ্যে হিন্দুরা বিপদে

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯


ভারতের সোসাল মিডিয়ায় কিছু হিন্দু বুদ্ধিজীবি লোকের বক্তব্য শুনে মনে হচ্ছে, বাংলাদেশে যেসব হিন্দু বসত করে তাদের বউ বাচ্চাগুলো সবই মুসলিমদের দ্বারা ধর্ষিতা হয়েছে। এই রকম বক্তব্যের কারণে বাংলাদেশের হিন্দু মেয়েদের প্রতি বহির্বশ্বের মানুষের কি ধারণা হবে সেদিকে তাদের খেয়াল নাই। ভারতের দাদাদের কাছে আমার প্রশ্ন , ধর্ষিতা না হয়েও গণহারে ধর্ষিতার মিথ্যা খবর প্রচার করায় এইসব হিন্দু মেয়েদের ভবিষ্যত কি হবে? পশ্চিম বঙ্গের ভোট পাওয়ার জন্য রাজনীতি করতে গিয়ে মিথ্যা তথ্য প্রচার করে আপনারা কি হিন্দুদের উপকার করছেন না বিপদের দিকে ঠেলে দিচ্ছেন?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


এই মিথ্যাচার কাদের জন্য ছড়ানো হচ্ছে?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

পবন সরকার বলেছেন: সেইটা তো আমারও কথা, এই মিথ্যাচারে কে লাভবান হবে

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

জেনারেশন৭১ বলেছেন:



কিছু একটা লিখতেই হবে? ব্লগে কি শুধু প্রশ্নফাঁসরা আসে? হিন্দু মেয়েদের বিয়ে বন্ধ হচ্ছে ভারতের কারণে?

আকারণে ভারত-বিরোধীতা করে পাকিস্তানের লোকজন নিজেদের ব্যস্ত রাখে; আপনারা ব্লগারদের পাকিস্তানী বানাচ্ছেন?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

পবন সরকার বলেছেন: এবার আন্দোলনটাই তো ছিল রাজাকারদের, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তুমি কে আমি কে ভারতী ভারতী এইরকম স্লোগান তো একদিনও শুনলাম না। হাসিনার পতন পুরোটাই রাজাকারদের হাতে হয়েছে। শুধু তাই নয় পাকিস্তানের সাথে ব্যাবসাও শুরু করেছে যেটা কোনদিনও কল্পনা করি নাই। আাপনি আমি যতই ভারত ভারত করি না কেন এই আন্দোলন যারা করেছে তারা যদি ভারতের হয়ে কাজ করতো তাহলে হাসিনাকে কোন দিনই পালাতে হতো না।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

মেঠোপথ২৩ বলেছেন: তাদের মিথ্যাচারে বিশ্বাষ কেউই করছে না। অপ্রপচার করতে গিয়ে এখন নিজ দেশেই ধরা খাচ্ছে বিজেপি। কোলকাতার ব্যবসায়ীরা , ডাক্তাররা , সাধারন জনগন এখন ত্যক্ত বিরক্ত বিজেপির এইসব কর্মকান্ডে। তারাই এখন সোস্যাল মিডিয়ায় বিজেপিকে তুলোধুনা করছে।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

পবন সরকার বলেছেন: তাদের দেশে সংখ্যা লঘু যে হারে নির্যাতিত হয় তা বিশ্বের অন্য কোন দেশে নাই।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৮

কাঁউটাল বলেছেন:

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮

পবন সরকার বলেছেন: আহারে বিশ্বজিত

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৫

কামাল১৮ বলেছেন: ভারতের মিডিয়া না হয় ভুলবাল বলছে।যুক্তরাজ্যও কি ভুল বলছে।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২০

পবন সরকার বলেছেন: ঐটা যে ভারতের মিথ্যাচারের ফসল সেটার ব্যাখা আজকে অন্তর্বর্তি সরকার যুক্তরাজ্যকে দিয়েছে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছি না।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০০

পবন সরকার বলেছেন: আপনি তো নিজেই আপনার এলাকায় গিয়ে দেখতে পারেন ভারতের মিডিয়ারা যা বলছে তা কতটা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.