| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজী গোলাম মোস্তফা ঢাকা শহরের একজন ত্রাস ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের সিটি ইউনিটের সভাপতি ছিলেন। তার দুই ছেলের সাথে শেখ কামালের ঘনিষ্ট বন্ধুত্ব ছিল। তার ছেলেরাও বেপোরোয়া জীবন যাপন করতো। তাদের বেপোরোয়া জীবন যাপনের কারণেই মেজর ডালিমসহ তার বউ এবং খালা শ্বাশুড়িকে অপহরণ করে বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে আর্মিদের সহযোগীতায় ছাড়া পায়। অনেকেই মনে করেণ এই ঘটনা থেকেই ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সুত্রপাত।
যাইহোক দেশ স্বাধীনের পরে বাংলাদেশ রেডক্রসের চেয়ারম্যান ছিলেন। তার সন্ত্রাসী কার্যকলাপ এবং দুর্নীতির কারণে যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের জনগণ বিদেশি সাহয্য থেকে বঞ্চিত হয়। রিলিফের মাল বিশেষ করে রিলিফের কম্বলের ব্যাপক দুর্নীতি হয়। সে এতো পরিমাণ দুর্নীতি করে যে তার দুর্নীতি নিয়ে ১৯৭৪ সালের ১লা সেপ্টেম্বর ওয়াশিংটন পোষ্ট বিভিন্ন প্রমাণসহ একটি রিপোর্ট করে। সেই রিপোর্টের প্রতিবাদ স্বরুপ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান উল্টো গাজী গোলাম মোস্তফার পক্ষ নেয় এবং বলেন এইসব প্রপাগান্ডা যারা করছে তারা পাকিস্তানের রাজাকার, তারা চায় না এদেশে বিদেশী সাহায্য আসুক।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে অন্যান্যদের মতো গাজীও ভারতে পালায়ন করার চেষ্টা করে। দুর্নীতি করা দুই বস্তা টাকা নিয়ে ভারতে পালানোর সময় বাংলাদেশ বর্ডারে জনতার হাতে ধরা পরে। সাধারণ জনতা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে দেয়। পরবর্তীতে তাকে ঢাকায় এনে কোর্ট মার্শল 'ল'এর বিচারে দশ বছরের কারাদন্ড দেয়। প্রায় পাঁচ বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ১৯৮০সালের ২৮শে মার্চ মুক্ত করে দেন।
এরপর তিনি আজমীর শরীফের উদ্দেশ্যে সপরিবারে ভারত চলে যান। ভারত যাওয়ার পর ভারতীয় সরকার তাকে দিল্লীতেই থাকার জায়গাসহ যাবতীয় ব্যাবস্থা করে দেন। কিছুদিন সেখানে থাকার পর ভারতীয় সরকারের ব্যাবস্থাপনায় সপরিবারে আজমীর শরীফ রওনা হলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ১৯৮০সালের ১৯শে জানুয়ারি পুরো পরিবারসহ নিহত হন।
০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
পবন সরকার বলেছেন: তার দুর্নীতির কারণে সাত কোটি মানুষের আট কোটি কম্বল এককোটি মানুষও পায় নাই।
২|
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৫
ঢাবিয়ান বলেছেন: ১৯৭২ থেকে ১৮৭৫ এর আওয়ামিলীগের দুঃশাষন সবার জানা সত্ত্বেও শেখ মুজিবকে কি আসলেই বঙ্গবন্ধু বলা যায় ?
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪০
পবন সরকার বলেছেন: ভারতের সাথে যেসব চুক্তি করেছিল তাতে তাকে বঙ্গবন্ধু বলা যায় না তবে প্রচলিত হওয়ার কারণে বঙ্গবন্ধু বলতে হয়।
৩|
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫০
রবিন_২০২০ বলেছেন: রোড একসিডেন্টটা হয়তো সাজানো। এটাই হয়তো ঝামেলা ঝেড়ে ফেলার ভারতীয় স্টাইল। টেকনিকটা ভালো।
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন, গাজী গোলাম মোস্তফা বাংলাদেশের দুর্নীতিসহ আওয়ামী ভারত চুক্তির অনেক কিছুর সাথেই জড়িত ছিলেন হয়তো এসব তথ্যের সাক্ষী না রাখার জন্যই তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে।
৪|
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫১
চারাগাছ বলেছেন:
প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ছেড়ে দিয়েছিলেন কেন?
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯
পবন সরকার বলেছেন: হয়তো কোন কারণে তাকে ছেড়ে দিয়েছিলেন
৫|
০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৩
ইএম সেলিম আহমেদ বলেছেন:
এদের পরিণতি এমনিই হবে।
কি লাভ স্বজাতির সাথে বেইমানি করে? আওয়ামীলীগের নেতাদের শেষ জীবন এখন কেমন হবে সেটা আন্দাজ করা যাচ্ছে।
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯
পবন সরকার বলেছেন: কিছু লোকের কারণে আজ আওয়ামীলীগের এই দশা
৬|
০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫০
কিরকুট বলেছেন: সেই ট্রাক ও তার ড্রাইভার কে আমার শত কুটি সালাম ।
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫২
পবন সরকার বলেছেন: সেই ট্রাক ড্রাইভার ভারত সরকারের পক্ষে কাজ করেছে কিনা তা সন্দেহাতীত
৭|
০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: ইতিহাস কি নতুন করে লেখা হচ্ছে?
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৮
পবন সরকার বলেছেন: ইতিহাস কখনও নতুন হয় না চাপা পড়া ইতিহাস প্রকাশ পেলে নতুন মনে হয়।
৮|
০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬
কিরকুট বলেছেন: চারাগাছ বলেছেন:
প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ছেড়ে দিয়েছিলেন কেন?
সুইডেন আসলামের মতো কুখ্যাত খুনী কে যে কারনে এই সরকার ছেড়ে দিছে একি কারনে তাকেও ছাড়া হয়েছিলো সম্ভাবত ।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
পবন সরকার বলেছেন: হতেও পারে
৯|
০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বঙ্গবন্ধু ভারতের সাথে চুক্তি করেছিলেন নাকি একাত্তরেই তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ চুক্তি করেছিল? দেশ তখন স্বাধীনই হয়নি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের কী করা উচিত ছিল? ভারতের বিরোধিতা করা? অস্ত্র-প্রশিক্ষণ কোথা থেকে হতো? আন্তর্জাতিক সমর্থন আদায় কেমনে হতো? আসলে মুখে যতটা বলা যায় হিসাব ততটা সহজ নয়। কয়েকদিন আগে ইউসুফ সরকারের এক ছাগল উপদেষ্টা একটা ম্যাপ প্রকাশ করছিল। কোন কোন রাজ্য নাকি দখল করবে। আমাদের জেনজিদের জ্ঞান এমনই। এরা এখন বঙ্গবন্ধুর যোগ্যতা নিয়েও প্রশ্ন করে। ৭২-৭৫ পর্যন্ত ঘটনায় বঙ্গবন্ধু বিরাটভাবে দায়ী। তখন দেশ মাত্র স্বাধীন হয়েছে, ছড়ানোছিটানো অস্ত্র। মানুষের অভাব। দুর্ভিক্ষ কত কী। এখন তো গোছানো দেশ। ইউসুফ সরকার সামলাতে পারে না কেন? আসলে বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভটা যে কী, এটা সবাই জানে।
২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৬
পবন সরকার বলেছেন: বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছে যারা তাদের একজন এই গাজী গোলাম মোস্তফা।
১০|
০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার পোস্টটা ভালোই। তবে আরও ভালো হতো যদি লিখা হতো শেখ কামাল ডালিমের বউকে অপহরণ করেছিল। এই ইতিহাস এতদিন পর্যন্ত চলল। গুজব বাঙালি ভালো খায়।
২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৯
পবন সরকার বলেছেন: শেখ কামাল ডালিমের বউকে অপহরণ করেছে এইটাই এতো দিন জানতাম, মেজর ডালিম বলল ঘটনা গাজী গোলাম মোস্তফার কারণে ঘটেছে।
১১|
০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন, গাজী গোলাম মোস্তফা বাংলাদেশের দুর্নীতিসহ আওয়ামী ভারত চুক্তির অনেক কিছুর সাথেই জড়িত ছিলেন হয়তো এসব তথ্যের সাক্ষী না রাখার জন্যই তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে।
স হ ম ত। অমানুষদের শেষ পরিনতি এটাই হওয়া উচিৎ।
২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩০
পবন সরকার বলেছেন: তার পুরো পরিবার এভাবে ধ্বংস হবে এটা কেউ কল্পনা করে নাই।
১২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: সেই দুই ছেলেসহ নিহত হয়েছিলেন?
২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
পবন সরকার বলেছেন: পুরো পরিবারসহ নিহত হয়েছিলেন।
১৩|
২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৭
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন পোস্ট দিন।
২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
পবন সরকার বলেছেন: ধন্যবাদ
১৪|
২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫
আহলান বলেছেন: ট্রাক চাপায় মারা মারি তাহলে নতুন কোন ইস্যু না .... ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: অমানুষ ছিলো।