![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন ধর্মকেই ছোট করে দেখি না। সব ধর্মকেই শ্রদ্ধা করি কিন্তু কিছু মানুষের কারণে ধর্ম বিতর্কিত হয়ে যায়। তেমনই একটা ঘটনা ঘটেছে ভারতে।
এতদিন জানতাম দুর্গার পায়ের নিচে গোপ ওয়ালা সুঠাম দেহের অধিকারী প্রচন্ড শক্তিধর যাকে বধ করা হয়েছে সে অসুর। অসুর মানে দস্যু। এই অসুরকে কোন দেবতাই যখন পরাস্ত করতে পারছিল না তখন দুর্গা তাকে পরাস্ত করেছে।
সনাতনিদের মতে সনাতন ধর্ম পুরাতন ধর্ম এবং সত্য ধর্ম। দুর্গা যাকে বধ করেছে সেটা কয়েক হাজার বছর আগের পুরানো ঘটনা। সেই ঘটনার পরে সত্য, ত্রেথা, দ্বাপর পার হয়ে এখন কলিযুগ। তখন থেকেই দুর্গা দুর্গত নাশিনী হিসাবে পুজিত। কিন্তু ২০২৫-এ এসে ধারানাটা পাল্টে গেল।
সম্প্রতি ভারতের পুজা মন্ডপে ডঃ ইউনুস এবং ট্রাম্পকে অসুর হিসাবে তুলে ধরা হয়েছে। এতদিন অসুরের মুখে গোপ ছিল এবার অসুরের মুখে গোপ নাই পুরাই ক্লিন সেভ। গোপ না থাকলেও তারা দুইজনই সুঠাম দেহের অধিকারি। একজন হলো আমেরিকার প্রেসিডেন্ট আরেক জন হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এক জন খ্রীষ্টান আরেক জন মুসলমান। তাহলে এখন প্রশ্ন আসে হাজার হাজার বছর আগেও কি ট্রাম্প আর ইউনুস জন্ম নিয়েছিল এবং তাদের সাথেই কি দেব দেবীদের যুদ্ধ হয়েছিল, তা না হলে ২০২৫-এ এসে তারা দেবি দুর্গার প্রতিমায় জায়গা পেল কি করে।
মানব জাতির কল্যানের জন্যই ধর্ম। দুর্গাকেও মাতৃরুপে, শান্তিরুপে, শক্তিরুপে ভক্তি করা হয়, কিন্তু ২০২৫-এ এসে দুর্গা কি রাজনীতি শুরু করে দিল, যদি রাজনীতিই না করবে তাহলে ডঃ ইউনুস এবং ট্রাম্পের মতো রাজনৈতিক নেতারা তার প্রতিপক্ষ হয় কি করে। সত্যিই যদি ডঃ ইউনুস এবং ট্রাম্প দুর্গার প্রতিপক্ষ হয় তাহলে দুর্গার পরিচয় নিয়ে সন্দেহ করা অনাবশ্যক কিছু নয়, বর্তমান দুর্গা মানব সৃষ্ট না ঈশ্বর সৃষ্ট সেটা এখন ভেবে দেখার বিষয়।
০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩
পবন সরকার বলেছেন: ডঃ ইউনুস যদি প্রতিপক্ষ হয় সেটা হবে শেখ হাসিনার এবং আওয়ামীলীগের লোক জনের। ভারতের হিন্দুরা তো আওয়ামীলীগের অন্তর্ভুক্ত নয় তাদের কাছে ডাঃ ইউনুস অসুর হয় কিভাবে। ট্রাম্প তার দেশের ট্যাক্স বাড়িয়েছে ট্রাম্প তো আর ভারতে এসে কাউকে কিছুৃ বলে নাই। ট্যাক্সের কারণে যদি ভারত ক্ষতিগ্রস্ত হয় সেটা রাষ্ট্রিয়ভাবে সমাধা হওয়া দরকার সেখানে তো ধর্ম টেনে আনার দরকার নাই এতে ধর্মের উপর মানুষের বিশ্বাস কমে যায়।
২| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২২
মাথা পাগলা বলেছেন: দেবী-দেবতার মূর্তি আধ্যাত্মিক প্রতীক। আবার সনাতন ধর্মালম্বীরা জন্মান্তরবাদ বিশ্বাস করে। তবে অসুরকে কোন নির্দিষ্ট ব্যক্তি নয় বরং সমাজের দুষ্টু লোকের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। প্যান্ডেলে সমসাময়িক ব্যক্তির মুখ বসিয়ে ব্যঙ্গ করা বহুদিনের শিল্পপ্রথার চর্চা, নতুন কিছু নয়। দেবী ন্যায়ের পক্ষে, অসুর অন্যায়ের প্রতীক - আর শিল্পীর উদ্দেশ্য হলো সমসাময়িক অন্যায়কে স্পষ্টভাবে তুলে ধরা। শিল্পীর সাথে আপনার দ্বিমত থাকতে পারে, সেটা আলাদা আলোচনার বিষয়।
খুব সম্ভবত গত বছর ভারতে এক ধর্ষণ মামলার অভিযুক্তের মুখ অসুরের মুখ হিসেবে ব্যবহার করার ট্রেন্ড হয়েছিল।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০২
পবন সরকার বলেছেন: দেবী ন্যায়ের পক্ষে আর অসুর অন্যায়ের পক্ষে সেইটা কল্পনা করে শল্পী তো তারা ইচ্ছামতো ধর্মের মাঝে রাজনৈতিক প্রতিপক্ষকে আনতে পারে না। দুর্গা তো একটা গোষ্ঠির জন্য আসে নাই সর্বজনের ক্যানার্থে আবির্ভুত হয়। ডঃ ইউনুস যদি ক্ষতি করে থাকে সেটাতো বাংলাদেশের একটা গোষ্ঠির করেছে সারা বিশ্বের মানুষের তো ক্ষতি করে নাই। নেপাল হিন্দু রাস্ট্র কই তারা তো বলতে পারে না ডঃ ইউনুস নেপালের জন্য ক্ষতিকারক। কোন দেশের রাষ্ট্রিয় কাঠামোর কারণে যদি দুই দেশের বাণিজ্যিক ঘাটতি দেখা দেয় সেটা তো রাষ্ট্রিয় ব্যাপার সেটাতো ধর্মিয় ব্যাপার নয়। ধর্মের ভিতরে রাষ্ট্রীয় প্রতিপক্ষ টেনে এনে ধর্মকেই অবিশ্বাসযোগ্য করা কি ঠিক।
৩| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: হা হা হা............ যারা করেছে তারা ঠিক করেনি।
আর আপনার ব্যাখ্যাও ঠিক হয়নি। জেনেও না জানার ভান করেছেন কিনা জানিনা।
আপনি বা কেউ যদি কাউকে অসুর বা শত্রু বা খারাপ মনে করে তাহলে তাকে অসুরের জায়গায় বসিয়ে তার বিনাশ চাইতে পারে।
বর্তমান সময়ে ইউনুস বা ট্রাম্প নিশ্চয়ই সবার চোখে ভালো মানুষ নয়।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২১
পবন সরকার বলেছেন: আমি যেটা বুঝেছি সেটা হলো এইসব গোয়ারতুমি করে হিন্দু ধর্মকেই বিতর্কিত করা হচ্ছে। দুর্গা পুজা যদি ঐশ্বরিক হয় তাহলে অসুরের চেহারা আগেও যা ছিল এখনও তাই হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে আজকে ট্রাম্প বা ইউনুসকে গোপ বিহীন অবস্থায় অসুর হিসাবে পুজা মন্ডপে দাঁড় করারো হলো দু’দিন পরে দেখা যাবে বিজেপিরা মমতা বন্দোপধ্যায়কে শাড়ি চুড়ি পরিয়ে অসুর হিসাবে দাঁড় করালে আশ্চার্য হওয়ার কিছুই থাকবে না। এইভাবে যদি দুর্গা পুজায় পাল্টাপাল্টি মুর্তি দাঁড় করানো হয় তখন তো দেবী দুর্গার প্রতি মানুষের যে ধারনা বা বিশ্বস সেটাই তো পাল্টে যাবে। তখন মানুষ মনে করবে দুর্গা মানেই প্রতিপক্ষকে পাল্টাপাল্টি অসুর হিসাবে দাঁড় করানো।
৪| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আজকে বিশ্বে ধর্ম কোন রকম কল্যানকর ভুমিকা পালন করছে না; মানুষের কল্যানের জন্য মানুষ নিজের জ্ঞানকে ব্যব হার করছে; ধর্ম হচ্ছে স্বপ্লজ্ঞানীদের সমাজ ভাবনা।
আজকের ধর্মের উপর আজকের সামাজিক অবস্হার প্রভাব থাকবে; ইহা আপনার লিলিপুটিয়ান মগজ প্রসেস করতে পারছে না।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
পবন সরকার বলেছেন: কথা ঠিকই বলেছেন আপনার ষাঠ হাত লম্বা মগজের কাছে আমার লিলিপুটিয়ান মগজ কিছু না। আমার মগজ প্রসেস করার জন্য বর্তমান প্রজন্মের প্রসেসর লাগাতে হবে।
৫| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
বাংলাদেশের বর্তমান পরিস্হিতিতে ইউনুস অসুর।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
পবন সরকার বলেছেন: আপনার কথা সঠিক, বর্তমান পরিস্হিতিতে ইউনুস অসুর হলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী একজন দুর্গাও লাগবে, আপনি কি হাসিনাকে দুর্গার আসনে বসাতে চাচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে হাসিনা আর ইউনুস যদি দুর্গা আর অসুর হয় হাজার হাজার বছরের পুরানো দুর্গা আর অসুর কি তাহলে হারিয়ে গেল।
৬| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
পশ্চিমের ফ্রি টাকার উপর উচ্চ হারে সুদ নিয়ে ইউনুস অসুরে পরিণত হয়েছে; এরপর, সেই টাকায় পাকিস্তান ও আমেরিকায় লবিং করে সে বাংলাদেশ ৩য় আমেরিকান ক্যু করায়েছে; সে অসুর। সে শিবিরের সাহায্য নিয়ে শতশত ছাত্রের লাশ ফেলেছে।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
পবন সরকার বলেছেন: যারা ভারতের পক্ষে কথা বলে তারা দুর্গা আর যারা পাকিস্তানের পক্ষে কথা বলে তারা অসুর বাংলাদেশের পক্ষে যারা কথা বলে তারা কি?
৭| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৬
নজসু বলেছেন:
ড. ইউনুস কিংবা ট্রাম্প তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা অবস্থান নিয়ে সমালোচনা হওয়া স্বাভাবিক একটা বিষয়। কিন্তু সেটা যদি ধর্মীয় আবহে হয়, তাহলে তো বিভ্রান্তি এবং অহেতুক বিতর্ক তৈরি হবেই। প্রতিটা ধর্মই মানুষকে বিভক্ত করার জন্য নয়। ধর্ম বরং একতাবদ্ধ করে। তাই, রাজনৈতিক বক্তব্য দিতে হলে তা যেন ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে দিতে হবে।
অনেককে বলতে শুনেছি, রাজনীতিতে ধর্ম টেনে আনা ঠিক কাজ নয়, কিংবা ধর্মের লেবাস নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই কথা আসলে কাদের ধর্মের জন্য প্রযোজ্য? মুসলমান না হিন্দু?
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদেরকে অবশ্যই ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখতে হবে। ধর্ম হৃদয়ের বিষয় আর রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনার বিষয়। দুটো একসাথে মেশাতে গেলে বিভ্রান্তি আর বিভেদই বেশি জন্ম নেয়।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
পবন সরকার বলেছেন: ধর্মকে রাজনীতির সাথে গুলিয়ে ধর্মের বারোটা বাজানো শুরু হয়েছে।
৮| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২২
মেঠোপথ২৩ বলেছেন: আমি ভাবতেছি দুর্গাটা কে?
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
পবন সরকার বলেছেন: ডঃ ইউনুস অসুর সেই হিসাবে দুর্গাও বাংলাদেশের
৯| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
@মেঠোপথ,
দুর্গা কে সেটা জানে আপনার আমীর নিজামী। আনিও দুর্গার বর পেতে পারেন।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
পবন সরকার বলেছেন: দুর্গা কি মানুষ চিনে চিনে বর দেয়?
১০| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪০
মেঠোপথ২৩ বলেছেন: জেনারেশন একাত্তর ,
আমীর টামির কি ভাবে সেটা তাদের ব্যপার। আপনের ধারনায় এই দুর্গা কে হতে পারে?
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
পবন সরকার বলেছেন: আপনার ধারনাই একাত্তুরের ধারনা
১১| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৫
জেনারেশন একাত্তর বলেছেন:
@মেঠোপথ,
বাংলার দুর্গা ছিলে শেখ হাসিনা।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
পবন সরকার বলেছেন: এতক্ষণে লাইনে আইছেন তাইলে ডঃ ইউনুস অসুর ঠিক আছে
১২| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৯
মেঠোপথ২৩ বলেছেন: দুর্গা মন্দ ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই এর প্রতীক। আর গনহত্যাকারী স্বৈরাচার যদি বাংলার দুর্গা হয়ে থাকে , তাহলে বলতেই হবে যে, তারা তাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
পবন সরকার বলেছেন: এইখানেই তো কবি নিরব
১৩| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
@মেঠোপথ,
ধর্ম হচ্ছে রূপকথা, শেখ হাসিনা রূপকথা ছিলো না; উহা '৭১'এর কিছু অসুরকে ঝুলায়েছিলো। অসুরেরা এখন বাংলাদেশে দখল করেছে; দেখা যাক, সামনে কন দুর্গা আসে।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
পবন সরকার বলেছেন: শেখ হাসিনা বাস্তবে দুর্গা হলে পালানোর দরকার কি সুদর্শন চক্র ছুঁড়ে দিলেই তো অসুর ইউনুস পদ্মায় চুবিয়ে মরতো।
১৪| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:২৬
মেঠোপথ২৩ বলেছেন: @ জেনারেশন একাত্তর , ধর্ম আপনার জন্য রুপকথা হতে পারে , যারা পুজাপাঠ করে থাকে তাদের জন্য রুপকথা নয় ।
১৫| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:২১
আমি নই বলেছেন: লেখক বলেছেন: ডঃ ইউনুস যদি প্রতিপক্ষ হয় সেটা হবে শেখ হাসিনার এবং আওয়ামীলীগের লোক জনের। ভারতের হিন্দুরা তো আওয়ামীলীগের অন্তর্ভুক্ত নয় তাদের কাছে ডাঃ ইউনুস অসুর হয় কিভাবে। ট্রাম্প তার দেশের ট্যাক্স বাড়িয়েছে ট্রাম্প তো আর ভারতে এসে কাউকে কিছুৃ বলে নাই। ট্যাক্সের কারণে যদি ভারত ক্ষতিগ্রস্ত হয় সেটা রাষ্ট্রিয়ভাবে সমাধা হওয়া দরকার সেখানে তো ধর্ম টেনে আনার দরকার নাই এতে ধর্মের উপর মানুষের বিশ্বাস কমে যায়।
এই ব্যাখ্যার পর আর কোনো কথাই থাকেনা। কিন্তু যাদের অভ্যাস প্যাচানোর, তারা প্যাচাবেই।
১৬| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৬
বাজ ৩ বলেছেন: রাজনীতিকে সবসময় নিরপেক্ষ রাখতে হবে।একজন রাষ্ট্রনায়ক, হতে পারে মুসলিম,খ্রিষ্ঠান,হিন্দু অথবা অন্য ধর্মের।একটা রাষ্ট্রে সব ধর্মের লোকেরাই বসবাস করে। এখন যদি আপনি রাজনীতিকে নিরপেক্ষ না রাখেন তাহলে রাষ্ট্র চালানো সম্ভব হবেনা।প্রত্যেক ধর্মের মানুষ যেন তাদেরঅধিকার এবং স্বাদীনতা, সেদিকে লক্ষ রাখা একজন রাস্ট্র পরিচালকের কাজ।
পোস্টে উল্রেখিত কাজটি যারা করেছে,অবশ্যই তারা জ্ঞানহীনতার কাজ করেছে।
১৭| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৬
কামাল১৮ বলেছেন: ইউনুসের সত্যিকার রূপ প্রতিফলিত হয়েছে।
১৮| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৫২
বাজ ৩ বলেছেন: ধর্ম নিয়ে তামাশা করা কি হিন্দু ধর্মে বৈধ!!!
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৪
এ সং অফ আইস এন্ড ফায়ার বলেছেন: প্রতীকি বলে একটা শব্দ আছে, সেটা জানেন?