নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ছিঃ ছিঃ ছিঃ

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৯


ব্রাহ্মণ তরুণের পা ধোয়া জল খেতে বাধ্য করা হলো নিচু জাতের তরুণকে।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের দামোহ জেলার সাতারা গ্রামে। সাতারা গ্রামটিকে ঐ এলাকার লোকজন মদ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে, যে কারণে সেখানে মদ বিক্রি করা নিষেধ। এই নিষেধ সত্বেও অন্নু পান্ডে নামের এক ব্রাহ্মণ সন্তান মদ বিক্রি করছিল। এই অভিযোগের ভিত্তিতে গ্রামের লোকজন অন্নুপান্ডেকে শাস্তি দেয় এবং ২১০০ টাকা জরিমানা করে। এর একটি ছবি নিচু জাতির পুরুষোত্তম কুশওয়াহ নামের এক তরুণ তার ফেসবুকে পোষ্ট করে। আর যায় কোথায়, ফেসবুকের এই ছবি দেখেই সব ব্রাহ্মণ একত্রিত হয়ে ধর্মীয় রীতি অনুযায়ী নিম্ন জাতের পুরুষোত্তমের বিচার করা শুরু করে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যত অপরাধই করুক নিচু জাতের লোকজন ব্রাহ্মণদের কোন প্রকার শাস্তি দিতে পারবে না। যদি ক্খনও এই নিয়মের ব্যতিক্রম হয় তাহলে ব্রাহ্মণকে শাস্তি দেয়ার দায়ে উল্টো সেই নিচু জাতের লোকজনকেই শাস্তিভোগ করতে হবে।

এখানে হলোও তাই। নিচু জাত হওয়ায় পুরুষোত্তমকে ব্রাহ্মণ সন্তান অন্নু পান্ডের পা ধুয়ে জল খেতে বাধ্য করা হলো। শুধু তাই নয় পুরুষোত্তমকে ৫১০০ টাকা জরিমানাও করা হলো। ব্রাহ্মণ সন্তান অন্নু পান্ডে জরিমানা দিয়েছিল ২১০০ টাকা, আর পুরুষোত্তম নিচু জাত হওয়ায় ব্রাহ্মণ আপমানের দায়ে জরিমানা করা হলো ৫১০০ টাকা। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী উঁচু জাতের হিন্দুদের চেয়ে নিচু জাতের হিন্দুদের সব বিষয়েই জরিমানা দ্বিগুণ, এখানেও তাই করা হয়েছে, এতে ব্রাহ্মণদের লোকসান হয় নাই বরঞ্চ ৩০০০টাকা লাভ হয়েছে।

এখন আমার প্রশ্ন হলো-- আধুনিক যুগে এসেও যদি ব্রাহ্মণরা নিচু জাতের প্রতি এমন আচরণ করে তাহলে অতীতে ব্রাহ্মণরা নিচু জাতের উপর কি পরিমাণ অত্যাচার করেতো তা একটু অনুমান করলেই বোঝা যায়। হিন্দু ধর্মকে আমরা শ্রেষ্ঠ ধর্ম দাবি করে থাকি। কিন্তু এই যদি হয় শ্রেষ্ঠ ধর্মের নমুনা তাহলে অন্যান্য ধর্মের সাথে তুলনা করে এই ধর্ম মাথা তুলে দাঁড়াবে কি করে। যদি কখনও হিন্দু রাষ্ট্র গঠন হয় তখন এই দলিত সম্প্রদায়ের অবস্থা কি হবে? মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধদের অত্যাচার করলে বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ আসে কিন্তু হিন্দু ধর্মের ধর্মীয় দোহাই দিয়ে যদি নিচু জাতের হিন্দুদের অত্যাচার করা হয় তখন এই কাজের জন্য প্রতিবাদ করবে কারা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.