নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার দূরে থাক। পাগল চ্যাতলে খবর আছে কইলাম !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

পাগলা আজিজ

পাগলা আজিজ › বিস্তারিত পোস্টঃ

ছাগুদের ভয়েস চেইঞ্জার সফটওয়্যার- কি পারে কি পারে না

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ছাগুরা ভয়েস চেইঞ্জার নামক যেই সফটওয়্যারের কথা বলছে ওই সফটওয়্যার দিয়ে আপনি যেই গলায় কথা দিবেন ওই গলাতেই বুঝা যাবে। অর্থাৎ, আপনি কারো ধারালো গলা থেকে সফটওয়্যারে দিলে সেটা ধারালোই শুনা যাবে আর নরম গলায় দিলে নরম শুনা যাবে। সাঈদীর ধারালো গলার বক্তব্যই আমরা এতদিন শুনে এসেছি, সাঈদীর এমন লুতুপুতু গলা আমরা কোনো বক্তব্যে শুনি নি। অর্থাৎ এটা যদি সফটওয়্যার দিয়ে বানানো হত তাহলে এই প্রেমালাপগুলো ধারালো গলায় তৈরি হত। এটা সাঈদীর প্রকৃত গলা বলেই আমরা একটা ন্যাচারাল ভয়েস শুনেছি। পুরো কথাগুলো এতটাই ন্যাচারাল ছিল যে কথার ধরণ অনুযায়ীই টোন উঠানামা করেছে। সুতরাং, এটা সফটওয়্যার দিয়ে তৈরি এমন ধারণা সম্পূর্ণই অমূলক।



ছাগুরা বুশের নকল কন্ঠের যেই লিংকটা দিচ্ছে আপনি ওই কথাটা শুনলেও দেখবেন ওখানে ভয়েসে কোনো উঠানামা হয় নি, পুরো কথাটাই একই টোনের ছিল। সুতরাং, এখান থেকেও বুঝা যায় বুশের কন্ঠ নকল, কিন্তু এই ফোনালাপে সাঈদীর কথাগুলো অবশ্যই সাঈদীর নিজের বলা।



আর এমন সফটওয়্যার আছে বলেই সাঈদীর ফোনরঙ্গ মিথ্যে হয়ে যায় না। যেমন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পরে সূর্‍্যের আলো মিথ্যে হয়ে যায় নি।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-১

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
ভাদা এবং পাদা দু-দলই বেজন্মা... B-))

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

পাগলা আজিজ বলেছেন: সত্য

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

পাগলা আজিজ বলেছেন: =p~

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

গুরুমিয়াঁ বলেছেন: হাচা কইছ মিয়াঁ। বাকিটা এইহানে :P

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

পাগলা আজিজ বলেছেন: গুরুভাই, আমিও বেকুব।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: Voice changer asepaser background voice gulo ante parbe na kokhonoi.

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

পাগলা আজিজ বলেছেন: সেটাই তো। তাইলে তো গরুর হাম্বাটাও সাঈদীর ভয়েস হয়ে যেত !!

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
ভারতীয়রা ইন্ডিয়ান, পাকিস্তানীরা পকিস্তানী। আমরা বাংলাদেশীরা হয় ভাদা না হয় পাদা।

আমি বুঝি না আমরা কেন ভাদা এবং পাদা নিয়ে মেতে আছি? আমরা দিনে যতবার ভাদা আর পাদা বলি তাতে ভা এবং পা গো লাভই হইছে। তাগো নাম যপনের উপনিবেশিত্ব কায়েম হয়েছে!

দয়াকরে প্রতিদিন বলুন - আমরা বাংলাদেশী, আমরা বাংঙ্গালী, আমাদের নাম যপবে সবাই।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

পাগলা আজিজ বলেছেন: সত্য কথা

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভয়েস চেন্জ করলে গরুর শব্দ কই থেকে আসবে :) বা নাতীকে নিয়ে বলা কথা #:-S

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

পাগলা আজিজ বলেছেন: সেটাই তো। তাইলে তো গরুর হাম্বাটাও সাঈদীর ভয়েস হয়ে যেত !!

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

ফোকাস-০০৭ বলেছেন: ajaira post er jonno ata dia ekkan minus lagai dilam :D :D

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

পাগলা আজিজ বলেছেন: ছাগুসোনা, তুমি মাইনাস দিছো। আরেকটা ছাগুটিয়াও মাইনাস দিবে। মাইনাসে মাইনাসেই প্লাস হয়ে যাবে।


যা ছাগু, হাই কোয়ালিটির ভিটামিন খা।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

নিষিদ্ধ মানুষ বলেছেন: দিল্লীর দামিনী, কাশ্মীরের মুসলিম নারী ও গুজরাটের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই ৩ বিষয় নিয়ে একটা জটিল পোস্ট পড়ুন।সরাসরী এই লিংকে চলে যান। না পড়লে নিশ্চিত মিস ভাই

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

পাগলা আজিজ বলেছেন: এটা আসলেই জঘন্য। তবে এই পোস্টের সাথে আপনার পোস্টের সম্পর্কটা বুঝলাম না।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

আঁখি মনি বলেছেন: কারে কি বুঝাইবেন??
সাইদি প্রেমীরা যুক্তি বুঝে না বা বুইঝাও না বুঝার ভান ধরে X(( X((

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

পাগলা আজিজ বলেছেন: উহারা দেখবেন এখন সাঈদীকে আদর্শ মেনে সাঈদীর তরিকায় টেলিসঙ্গম শুরু করবে। অলরেডি শুরু করেও দিছে মনে লয়।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: শুনার পরে সাইদির পুরাই ভক্ত হইয়া গেসি।

'একদিকে পান চলবে, আরেকদিকে কাজ চলবে।'

কাপায় দিসে পুরা!

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

পাগলা আজিজ বলেছেন: কোপাকুপি অবস্থা :-P

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: Voice changer asepaser background voice gulo ante parbe na kokhonoi.

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

জাহিদ হাসান বলেছেন: একটা অডিও আমিও শুনেছি । কম্পিউটারে সেভ করে রেখে দিয়েছি ।
যে অডিওতে শেষ সাত মিনিটে মেশিন নামক শব্দ ছিল ।

আমি ১৮+ নই । তাই সাঈদী সাহেবের কথায় অনেক শরম শরম লেগেছে । :#> :#> কানে হেডফোন লাগিয়ে শুনেছি তবুও মনে হচ্ছিল কেউ যদি শুনে ফেলে (আমার বাড়ীর অন্য কেউ :!> :!> :!>

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৯

পাগলা আজিজ বলেছেন: :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.