![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি বলবে এখন ছাগুরা? সর্বক্ষেত্রেই দেখি ছাগুরা ধরা খাচ্ছে। আন্তর্জাতিক কোরান তেলাওয়াত সংস্থা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ অতিথিদের উপরে জুতা নিক্ষেপকারীদের ধর্মের লেবাসে উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছে। তারা বলেছে, এদের আচরণ ছিল বেপরোয়া, যা মুসলমান নামের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে করা অকল্পনীয়। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এর নিন্দা জানায়।
খবরের লিংক- Click This Link
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
পাগলা আজিজ বলেছেন: তাই বলে আন্তর্জাতিক অতিথিদের সামনে? অতিথিরা দিল তো এখন বাঁশ মেরে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
ঈশান মাহমুদ বলেছেন: জুতা নিক্ষেপের খবরটাতো প্রথম আলোতে ছাপা হয়নি। ঘটনার এদ্দিন পর এখন এই ‘নিন্দা’র সংবাদ ছাপাতে তারা এতো উৎসাহিত হলো কেন ?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
পাগলা আজিজ বলেছেন: ইকরা তদের পত্রিকায় বিজ্ঞপ্তিখানা দিয়েছে বলেই হয়তো তারা ছাপিয়েছে।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
লোনলিফাইটার বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
স্বাধীন শোয়েব বলেছেন: শাহজাহান এর মত অমানুষ , জানোয়ার জুতা মারা খাইছে এইটাতেই আমি খুশি। জুতা কে মারছে সেইটা দেখার কোন প্রয়োজন বোধ করিনা।