![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সন্ধ্যায় আন্দোলনে সামান্য বিরতি দিয়ে প্রজন্ম চত্ত্বরের পাশে একটা রেস্টুরেন্টে নাশতা খাওয়ার জন্য গেলাম। হাত-মুখ ধুয়ে একটা টেবিলে বসলাম। একই টেবিলে বসে একজন মধ্যবয়স্ক লোক মোঘলাই পরোটা আর শিক কাবাব খাচ্ছিলেন। তিনি একবার আমার মাথায় বাঁধা "রাজাকারের ফাঁসি চাই" লেখা ব্যান্ড এবং পতাকার দিকে তাকালেন। তারপর আমাকে বললেন, "প্লিজ, আমার সাথে একটু শেয়ার করতে হবে।" আমি বললাম," ধন্যবাদ। আমি নানরুটি আর সবজির অর্ডার দিয়েছি। আপনি খান।" উনি বারবার অনুরোধ করতে লাগলেন। ওনার এতবার অনুরোধে ওনার থেকে কিছু খাবার শেয়ার করে খেলাম। এদিকে আমার নানরুটি আর সবজি এসে গেল। উনি দেখলাম আরেকটা শিক কাবাব অর্ডার দিলেন। এর পুরোটাই আমাকে খাওয়ালেন। আমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে বসে গল্প করলেন। জানতে পারলাম উনি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক, ওনার নাম সাদেক। আমার খাওয়া শেষে একসাথে চা খেলাম। তারপর উনি বললেন, "ভাই, আপনার বিলটা আমি দিব।" আমি বললাম, "আপনি আমাকে চিনেন না জানেন না। আমার বিল দিবেন কেন?" উনি বললেন, "এই যে পরিচয় হয়ে গেল। আপনিও বাঙালি, আমিও বাঙালি। কাজ থাকায় আমি প্রতিদিন আসতে পারি না। আপনার মত তরুণদের আন্দোলনে দেখে খুব ভাল লাগছে। এই সামান্য বিল দেওয়া থেকে আমাকে বঞ্চিত করবেন না।" বিল দিয়ে এসে উনি বললেন, "ভাই কিছু মনে করবেন না। আপনার একটা ছবি তুলবো।" আমি বললাম, "ঠিক আছে। সমস্যা নেই।" তারপর একটা ছবি তুলে উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে বললেন, "কাজ আছে। আজ যেতে হবে।" ওনাকে বিদায় জানিয়ে আমি আবার হারিয়ে গেলাম বাঙালিদের মাঝে।
বাংলার মানুষের মাঝে সর্বদাই বিরাজ করে এমন সম্প্রীতি। সেই সম্প্রীতিতে ফাটল সৃষ্টির ষড়যন্ত্রকারী জামাত-শিবিরকে বাংলার মানুষই প্রতিহত করবে।
জয় বাংলা, জয় বাঙালি, জয় বঙ্গবন্ধু।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
পাগলা আজিজ বলেছেন: কিছু ছাগল ছাড়া সবাই রাজাকারের ফাঁসি চায়। আন্দোলনকারিদেরকেও সবাই সমাদর করে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
সাউন্ডবক্স বলেছেন: হ ভাই। রাজাকার গো রে ফাসিতে চরানোর এই আন্দোলন এ আমি ও এই রকম কিছু ঘটনা ফেস করছি। চা খাইতে গেছি। এক কাপ চায়ের টাকা দিয়া ২ চাপ চা। দোকানদার "কয় ভাই আপনের গলা তো ভাইঙ্গা গেছে। আপনে আরেক কাপ চা খান, টাকা দেয়া লাগব না।"
আর পর দুই দিন বাস এ ভারা দেয়া লাগে নাই।
ভালই লাগে।