নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার দূরে থাক। পাগল চ্যাতলে খবর আছে কইলাম !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

পাগলা আজিজ

পাগলা আজিজ › বিস্তারিত পোস্টঃ

মক্কায় ইসলাম অবমাননাঃ চুপ কেন হেফাযতে ইসলাম?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

►বিশ্বে এখন সবচেয়ে বড় ইসলাম অবমাননা ও মহানবী (স)-এর অবমাননা হচ্ছে কোন দেশে জানেন?

→ সৌদি আরবে (তাও আবার মক্কায়)।



►এই অবমাননার কাজটি করছে কে জানেন?

→ শরীয়া আইনে পরিচালিত সৌদি সরকার।



►কিভাবে অবমাননা হচ্ছে?

→ সৌদি সরকার মক্কায় মসজিদুল হারেমে সংস্কারের নামে মহানবী (স)-এর মিরাজ গমনের স্থানটিকে ভেঙে নিশ্চিহ্ন করে ফেলেছে।

→ রাসুল (সা.)-এবং সাহাবিদের নাম এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর কথা খোদাই করা খলিফা ওসমান (রা)-এর আমলের ক্যালিওগ্রাফি ভেঙে ফেলা হয়েছে।

→ নিশ্চিহ্ন হওয়ার পথে 'বাইত-আল-মাউলিদ' বা প্রিয়নবী (সা.)-এর জন্মস্থানটিও।



বাংলাদেশের তথাকথিত ইসলামী দলগুলো কি একবারও এই অবমাননার প্রতিবাদ করেছে? ওরা শুধু পারে বাংলাদেশে কথিত অপ্রমাণিত কিছু বিষয় নিয়ে লাফালাফি করতে। হেফাযতে ইসলাম এই দেশে কেন লংমার্চ করার ঘোষণা দিয়েছে? আমি তাদেরকে সাজেশন দিই লংমার্চ করে সৌদি আরব গিয়ে সৌদি সরকারের ইসলাম ধ্বংসের এই পাঁয়তারার প্রতিবাদ করতে। এবং এটাই হবে প্রকৃত ইসলাম প্রেমিকের মত কাজ।



লিংক ১ - Click This Link

লিংক ২ - Click This Link

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সেখানে তো জামাতে ইসলামকে হেফাজতের কোন বিষয় নেই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

পাগলা আজিজ বলেছেন: উহারা তো ইসলাম নয়, জামাতে ইসলামকে হেফাযতের কাজে ব্যস্ত।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

েনহ।ল বলেছেন: প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সেখানে তো জামাতে ইসলামকে হেফাজতের কোন বিষয় নেই।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

মানিক ভাই বলেছেন: মিরাজের স্থান পবিত্র জাইগা হলেও পূজনীয় নয়।মক্কার ওই স্থান পুরোটাই পবিত্র এবং সমান গুরুত্বপূর্ণ ওই বিশেষ অংশ যদি ইবাদতের জন্য ব্যবহার করা হয় আমি মনে করি থিক আছে।আর কালিওগ্রাফি যদি সরান হয় সেটা ধর্মীয় নয় ঐতিহ্যগত বিসয়।মুসলিম বেক্তি আল্লাহ কে উপাসনা করে মুহাম্মদ কে নেতা মানে তার অনুশরন করে পুজা করেনা।ঠিক তেমন কাবা ঘর নয় আল্লাহকে শিযদা করে।কিবালামুখি হয়ে করে।কিন্তু কাবাঘর আল্লাহর ঘর।তাই একথা বলা জাবেনা যে এতাও ভাঙ্গা জাবে।কিন্তু মিরাজের স্থান পবিত্র এটা আলাদা করে নিসানা দেয়া জেতে পারে কিন্তু ইবাদতের কাজে ব্যবহার করলে বেশি কাজে লাগবে এবং মিরাজের চেয়ে ইবাদত বেশি গুরুত্বপূর্ণ।এসব আমার বেক্তিগত ভাবনা।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

পাগলা আজিজ বলেছেন: ব্যক্তিভেদে ভাবনা ভিন্ন হতে পারে।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

কর্ণেল সামুরাই বলেছেন: ক্যালিওগ্রাফি ভাঙ্গলে ইসলাম অবমাননা হয় নাকি? ইসলাম কি ক্যালিওগ্রাফির সাথে সম্পর্কীত নাকি মুসলমানরা ওগুলোর উপাসনা করে?

ওসমানীয় ও আব্বাসীয় খেলাফতের আমলে স্থাপিত নিদর্শনগুলো পুরাতাত্বীক বিবেচনায় পড়ে, তাই সংরক্ষণ করা উচিত বলে মনে করি।

এরসাথে ইসলাম অবমাননার সম্পর্ক কি সেটা বুঝলামনা। ইসলাম কি ওসমানীয় ও আব্বাসীয় খেলাফতের আমলে স্থাপিত নিদর্শন??

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

পাগলা আজিজ বলেছেন: মিরাজ যাত্রার স্থান এবং মহানবী (স)- এর জন্মস্থান আপনার কাছে গুরুতে না পেলেও (আপনার ভাবনা ভিন্ন হতেও পারে) এটা মুসলমানদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ।

হেফাযতে ইসলামের মতে মুসলমানদের আবেগের জায়গা নিয়ে খেলা করা যদি ইসলাম অবমাননা হয় তাহলে এটাও ইসলাম অবমাননা।

আজ বাংলাদেশে যদি "মুহাম্মদ (স)" লেখা কোনো খোদাই ভাঙা হত তাহলে এই হেফাযতরা চিল্লাইয়া উঠত "ইসলাম শেষ, ইসলাম শেষ" বলে। এটা মক্কাতে হয়েছে বলেই আপনার কাছেও অবমাননা মনে হয় না, হেফাযতের কাছেও না।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই দেশে তো আনেক বিষয় আছে যা এখনো হেফাজতে ইসলাম এর মধ্য আসে নাই ,তা নিয়া সমালোচনা না করে চলে গেলন আরেক দেশ......

নবম দশম শ্রেনির বইতে কোরবানী আধ্যায় ভগবান এবং আল্লাহর নামে কোরবান না দিলে তা হারাম হয় ,এই বিষয় টা জোরালো ভাবে দেখা উচিত ছিল তাদের এমন আরো বিষয় ঘটানো হচ্ছে দেশে...তাই এইগুুলা রুখতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

পাগলা আজিজ বলেছেন: আপনার জন্য এটা- Click This Link

এটাও দেখতে পারেন- Click This Link

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

মানিক ভাই বলেছেন: আমি কন রাজনৈতিক আলছনায় জেতে চাইনা। সেটা করার লকের কোন অভাব নাই। আর আমি তা পছন্দ করি না।বেক্তিগত ভাবে ধর্মের ব্যাপারে আমি আস্তিক আর পুজার চেয়ে অনুসরণ করাতে বিশ্বাসী।জুক্তিগত ভাবে আমার ছত জ্ঞানে জা আসছে তাই লিখসি। অন্যমত অ থাকতে পারে

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

আলতামাশ বলেছেন: বিশ্বের নানান দেশেও তো যুদ্ধপরাধ হচ্ছে যেমন, ফিলিস্তিন, কাশ্মির।
কই শাহবাগ থেকে তো সেই সব দেশের যুদ্ধপরাধের বিচার চাওয়া হয় না?

আর সৌদি সরকার কি কাবা শরীফ ভেঙ্গে ফেলছে যে ইসলাম অবমাননার কথা বলছেন!
তারা যেটা করছে সেটা ইসলামের দৃষ্টিতে বৈধ এবং মুসলমানদের শিরকের হাত থেকে রক্ষার জন্য অত্যন্ত জরুরী

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

পাগলা আজিজ বলেছেন: আপনি এখানে শিরক কই দেখলেন? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রীকে মহান আল্লাহ-তাআলার সাথে তুলনা করে (নাঊযুবিল্লাহ) তখন আপনি শিরক দেখলেন না, হেফাযতে ইসলাম শিরক দেখে নাই?

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

নিকষ মেঘ বলেছেন: আপনারা শুধু একটা প্রমান দেন যে হেফাজতে ইসলাম জামাতকে হেফাজত করছে । প্রমান দিতে না পারলে খালি খালি চিল্লায়েন না ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

পাগলা আজিজ বলেছেন: এত কিছু দেখেও যদি আপনার মনে না হয় হেফাযতে ইসলাম জামাতকে হেফাযত করছে তো আমি বলব আপনি হেফাযতে ইসলামকে হেফাযত করার চেষ্টা করছেন। হেফাযতে ইসলামকে জামাতের ৫ জন নেতা চালায়- এই খবর কি আপনি পত্রিকায় পড়েন নি?

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

ইসকে পাল বলেছেন: আমেরিকা খুরা যুক্তি অস্ত্র আছে বলে লাখ লাখ মুসল্মান মার্ল তুম রা বল লে এটা আমেরিকার ভুল ।কই আমেরিকার রে ত কুনু দিন জুদ্ধাপরাধি বল্লেনা। এর বিরদ্ধে জাগ রন মঞ্চ কর্লে না .

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

পাগলা আজিজ বলেছেন: আমেরিকা কি বাংলাদেশে যুদ্ধাপরাধ করেছে?

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

নদীর তীরে বলেছেন: ওহাবী সরকারের কাছ থেকে এর থেকে বড় কি আশা করবেন ? মানুষ নিজের বাপ-দাদার সামান্য সৃতি পেলে আকড়িয়ে ধরে , কাফিরেরা তাদের ধর্মীয় কোন ইতিহাস পেলে আকড়িয়ে ধরে অথচ আমরা করি বিপরিত ।

কথায় কথায় যারা শিরক বলে তারা নিতান্ত মুর্খ ।এরা এর অর্থ ই জানেনা। আল্লাহ পাক বলেছেন " তোমরা আল্লাহ পাক উনার নিদর্শন সমুহকে সম্মান কর "
নবিজির সাথে সংশ্লিট যা কিছু আছে তার থেকে বড় কিছু নদর্শন আছে কি ? নাই । এই বেকুবগুলো ইহা বুঝেনা কারন এরা শয়তান দ্বারা পরিচালিত ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

পাগলা আজিজ বলেছেন: ভাল বলেছেন।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

নদীর তীরে বলেছেন: সউদী ওহাবী সরকার

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

পাগলা আজিজ বলেছেন: হুম, দেখলাম।

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

ফাহিম আহমদ বলেছেন: নিজের দেশেরটা শেষ হচ্ছেনা আর আপনি আছেন, অন্য দেশের কথা নিয়ে,,,,,, ভাই রাতের খাবার খাইছেন..... ;)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

পাগলা আজিজ বলেছেন: আপনি খাওয়াবেন বলে অপেক্ষা করে বসে আছি।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

আফজালনবীনগর বলেছেন: কারন স রসুনের কোয়া এক ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

পাগলা আজিজ বলেছেন: সৌদি সরকার রসুন নাকি পেঁয়াজ?

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

হুমায়ুন তোরাব বলেছেন: america bangladesh e juddhaporadh kore nai.
alhamdulillhah.
sobai bolen subhannallah..
apni janenna bodhy je

7 now bohor kara pathaisilo ?
rajakar ra pakistani der support krSe.taile americao support kre rajakari krse.

chokh thakaite vai apni ondho.

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

পাগলা আজিজ বলেছেন: আপনি যুদ্ধাপরাধের সংজ্ঞা জানেন? আবালের মত কথা কইলেই জ্ঞানী হওয়া যায় না।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: পাগলা আজিজ, পাগলামি কইরেন না, যান ঘুমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.